পূনর্জন্ম ব্যাপারটি কেবল মানুষের জীবনে ঘটতে পারে
অনেক পাপীষ্ঠ পূণ্যাত্মা হয়ে মৃত্যু বরণ করেন
তার উল্টোটিও ঘটে ভাল মানুষ মন্দ হতে পারেন।
নতুন নতুন উপলব্ধি আর নতুন করে জীবনের খেয়া পার
সেগুলো পুনর্জন্ম বলা যায় ।
সাপের মত খোলস বদলের ব্যাপারটি হয়তো ঘটে না
তবে মানুষ পরিবর্তনশীল
বয়সের ভারে নুয়ে পড়া জীবন
আর টগবগে তারুণ্য এক ভাষায় কথা বলে না ।
ভুল মানুষে করে ।
তবে ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষ অনুকরণীয় আদর্শ হতে পারে ।
সম্ভাবনার স্বপ্নীল সাগরে ভাসতে পারে আবার ডুবতে পারে ঘোর হতাশায়।
পরশ পাথরের ছুঁয়ায় পাথর সোনায় পরিণত হয়
তুমি কি পরশ পাথর হতে পারো না হৃদয়মালতী !!
হৃদয়ের সবটুকু জৌলুস ঢেলে দিয়ে দুঃখবিলাসীকে নতুন করে সাজিয়ে !
প্রেরণার পাল তুলে সম্ভাবনার দরিয়ায় ভাসিয়ে সাফল্যময় কোন গন্তব্যে পৌঁছে দিতে পারো।
কিংবা সুখ নামের বহু সাধনার পাখিটি বশিভূত করে সৃষ্টি করে দিতে পারো নবজীবন ।
আদর্শচ্যুত হতে পারা এক প্রকার মরণ ।
আর নবউদ্যমে মিথ্যের বেড়াজাল ভেদ করে আলোর পথে চলতে শেখা সেতো পুনর্জীবন ।
তেমন কোন পুনর্জনমের পাথেয় হয়ে আগমন ঘটুক তোমার ।
শীতের শিউলি ফুলে গড়ে দিবো ফুলেল গালিচা
কুয়াশার চাদরে ঢেকে ডেবো বেদনার অবগাহন ।
শোকের সমাপ্তি টেনে হয়ে যাক সাফল্য ঘেরা নবজীবন ।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫