শুধু তোমাকে ছুঁয়ে দেব বলে
শত ব্যস্ততা ফেলে —ছুটে আসি;
শুধু তোমাকে ভালবাসবো বলে
কথার ডালি নিয়ে— শতবাধা ঠেলে ঠেলে
বার বার ছুটে আসি।
সবুজ বিস্তীর্ণ ঘাসে যেন তাই ঘাসফড়িং আর প্রজাপতি
বুভুক্ষু এই প্রাণে যেন তাই ইন্দ্রধনুরা করে মাতামাতি।
তোমার আবেশে কবির বেশে প্রেম হয়ে ছুটে আসি
তোমার পরশে সুখের ছোঁয়া যে ভালবাসি ভালবাসি।
যত দূরে যাই তোমাকে খোঁজে পাই মম হৃদয় মাঝারে
তবু তো সখি জুড়ায় না আখি যদি না দেখি পরাণ পাখি তোমারে
মিছে মনে হয় মনে জাগে ভয় তুমিহীনা তাই কাটাই বেলা যেন বিরহ সাগরে।
তোমাকে রাঙাবো বলে
তোমাকে সাজাবো বলে
কত বাঁধা ঠেলে ঠেলে
আমার এই পরিণয় —তোমাকে ঘিরে
কত সাগর নদী পেরিয়ে
কত ক্ষত বঞ্চনা সরিয়ে
বন বনানী পাহাড় মারিয়ে
ছোটে আসি— ছোটে আসি।
শব্দের ডানায় ভর করে
ভালবাসার এই নীড়ে—
যত দূরেই থাকি স্বপ্ন বাসর আঁকি
তোমার ঐ হাত ধরে —ভালবাসা আর আদরে
শুধু তোমাকে ঘিরে — বার বার আসি ফিরে।