তিনশত দশ দিন তিন আঁধারে তোমার রক্ত শুষে তবেই পৃথিবী দেখেছি
সাড়ে সাতশত দিন আলো আঁধারে স্তন্য পানে প্রাণে বেঁচেছি
বছরের পর বছর তোমার কোলে নিরপত্তা পেয়েছি
স্নেহে আদরে তোমার ভাষায় বড় হয়েছি ,বলতে শিখেছি
তোমার নয়নে মুগ্ধ প্রাণে চেয়ে থেকেছি স্বপ্ন এঁকেছি
আবার তোমার দহনে বিষন্নতার কবিতা লিখেছি
তোমার কামনায় রাতের আঁধারে দুচোখ মেলেছি
তোমার মাঝে নতুন আমার সৃষ্টি চেয়েছি
জীবন নামের অথৈ সাগর পারি দেয়ার প্রেরণা খুঁজেছি
দারুণ একাকিত্বে সঙ্গী পেয়েছি
আলোক দেখেছি জোছনা খুঁজেছি
আঁধার ভুলেছি আঁকাশ দেখেছি
নোনাজলের কাব্য গড়েছি
মিষ্টি সুখের পরশ চেয়েছি
বেঁচে থাকার মানে পেয়েছি
মেঘে ভেসেছি হওয়ায় দুলেছি
পায়ের পাতায় জমিন পেয়েছি
একলগণে বাইশটি প্রেমের পদ্য লিখেছি
শুধু তোমার বিহনে সফল জীবনে ব্যর্থ হয়েছি।
ছবি-নিজস্ব এলবাম।
সকল নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা।