নিবেদিতা তোমাকে
সাজ্জাদ শুভ
নিবেদিতা,
ঐ পাহাড়ের নীল খামে, তোমার স্মৃতির টানে-
মুছে যায় একরাশ মুগ্ধতা।
নিবেদিতা,
এই দূর সীমানায়, জলছবি এঁকে যায়-
শতকের শেষময় ব্যাকুলতা।
নিবেদিতা,
এই পথে-এই রাতে, কত সুর কানে ভাসে-
এখন শুধুই থাকে নীরবতা।
নিবেদিতা,
তোমার চোখের পানে, কত সুখ-কত টানে-
তাকাবার কত শত কথকতা।
নিবেদিতা,
এই সুরে-এই গানে, হারানো তোমার মানে-
শুনেছি কত গহীনের নির্জনতা।
নিবেদিতা,
এক মনে-এক প্রাণে, শুধু তোমারই পানে-
লিখে যাই এক বুক কবিতা।
নিবেদিতা,
এই কাছে-এই দূরে, সারাক্ষণ কুহু স্বরে-
গেয়ে যায় নিক্কণ চপলতা।
নিবেদিতা,
এই ঠোঁটে-এই বুকে, তোমার ছোঁয়া থাকে-
একরাশ নন্দিত উষ্ণতা।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২১