somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শ্রাবনের বারিধারায় শুষ্ক প্রান্তর

আমার পরিসংখ্যান

সাজ্জাদ শুভ
quote icon
বাহান্ন তীর্থের মতো, তোমায় ভ্রমিয়া পূন্যবান পাপী
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নিবেদিতা তোমাকে

লিখেছেন সাজ্জাদ শুভ, ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২০



নিবেদিতা তোমাকে
সাজ্জাদ শুভ

নিবেদিতা,
ঐ পাহাড়ের নীল খামে, তোমার স্মৃতির টানে-
মুছে যায় একরাশ মুগ্ধতা।
নিবেদিতা,
এই দূর সীমানায়, জলছবি এঁকে যায়-
শতকের শেষময় ব্যাকুলতা।
নিবেদিতা,
এই পথে-এই রাতে, কত সুর কানে ভাসে-
এখন শুধুই থাকে নীরবতা।
নিবেদিতা,
তোমার চোখের পানে, কত সুখ-কত টানে-
তাকাবার কত শত কথকতা।
নিবেদিতা,
এই সুরে-এই গানে, হারানো তোমার মানে-
শুনেছি কত গহীনের নির্জনতা।... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

মুক্তি

লিখেছেন সাজ্জাদ শুভ, ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬



মুক্তি
সাজ্জাদ শুভ

এই শহরে, বদ্ধ কোনও ঘরে-
তুমি মুক্তির স্বপ্ন দেখো,
তুমি মুক্তির গান লিখো,
তুমি অভিনয় করো উন্মাদের,
তুমি বেঁচে থাকতে চাও-
সহস্রের গর্বিত স্লোগানে।

তুমি শেকল ভাঙ্গতে চাও,
শেকল ভাঙ্গা তো খুব সহজ নয়-
তা কি খুব কঠিন ???
তাও হয়তো নয় প্রিয়দর্শিনী!

তুমি ঘর ছেড়ে এই বহিরাঙ্গনে আসো-
অনুভব করো এই পূন্যস্নানের বৃষ্টি,
মুছে ফেলো তোমার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

তুমি

লিখেছেন সাজ্জাদ শুভ, ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৭



তুমি
সাজ্জাদ শুভ

তোমায় নিয়ে কবিতা লিখে কি লাভ বলো,
তুমি কি কবিতা পড়ো??
আমি তো তোমায় নিয়ে দূরে হারাবার গল্প লিখবো,
তুমি তো ঘরকুনো।
রাতের অন্ধকার তোমায় ভীষণ মনে করে,
তুমি কি অন্ধকার চেনো??
অন্ধকারের মানে কি জানো??
যে রাত গুলো তোমায় আপন করে
সে রাতের মমতা কোথায়??
দিনের আলোয় কি তার মানে খুজবে তুমি??

এ শহরের মায়াবী... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

কবিতাঃ স্বীকারোক্তি

লিখেছেন সাজ্জাদ শুভ, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩১



স্বীকারোক্তি
সাজ্জাদ শুভ

তুমি রাস্তায় দাড়িয়ে থাকা হৃদয়ে তোলাপাড় তোলা অসামান্য সুন্দরী নও।
যার প্রেমে পড়ে, ভুল বাসে চড়ে ভুল ঠিকানায় গিয়েছিলাম।
তুমি পাশের বাসার ছাদে কাপড় শুকাতে আসা ভেজা চুলের হৃদয়হারিনী ভাবীও নও।
যার ছাদে আশায় অপেক্ষায় ভরদুপুরের রোদে ঘেমে গোসল করেছিলাম।

তুমি বিজ্ঞাপনের বিলবোর্ডে প্রেমের বিজ্ঞাপন দেয়া সুহাসিনী তরুণীও নও।
যার চোখের দিকে... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৬৬ বার পঠিত     like!

তোমার জন্য কবিতা

লিখেছেন সাজ্জাদ শুভ, ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩



তোমার জন্য কবিতা
সাজ্জাদ শুভ

তোমার চোখের কোণে একটা ছোট্ট তিল
ঐ তিলের প্রেমে তো সবাই পড়ে
কেও কেও দেওয়ানাও হয়।
কারো চোখের ঘুম হারাম হয়,
কেও হয়তোবা দিবাস্বপ্নও দেখে ঐ তিল দেখে।
প্রেমে পড়লে তো সবাই কবি হয়!!
তিল দেখে কি কেও আলাওল হয়,
কবিতা কি লিখে, তোমায় নিয়ে??


আচ্ছা শোনো না,
তুমি হাসলে তোমার গালে টোল পড়ে,... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৬২৩ বার পঠিত     like!

মাতাল প্রেম

লিখেছেন সাজ্জাদ শুভ, ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৩



মাতাল প্রেম
সাজ্জাদ শুভ

মেয়ে, তোমায় সুন্দর বলি,
না, ভেবো না-
আমি মাতাল বলে বলছি।
মদের থেকে তুমি আমায় বুঁদ করেছো বেশী।
তুমিই বলো নাহয়, কে বেশী নেশার জন্ম দেয়!

মেয়ে, বারবার তোমার প্রেমে পড়ি
কি ভাবছো!
কেন ই বা পড়ি তাই না??
কি জানি বাপু,
প্রেম তো মনের ব্যাধি
আমি তো আর ডাক্তার নই!!
কিভাবেই... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     like!

কবিতাঃ সংসর্গ

লিখেছেন সাজ্জাদ শুভ, ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

সংসর্গ
সাজ্জাদ শুভ

ধরো,
পাশাপাশি হেঁটে যাচ্ছি বিরান এক পথে,
তুমি কি ভয় পেয়ে হাত ধরবে??
নাকি দুরত্ব রাখবে-
ছুঁতে চাইবে না পাপীষ্ঠের হাত।
আচ্ছা, সমান্তরালে চলার সংজ্ঞা কি??
রেললাইন হয়তোবা-
পাশাপাশি থাকবো, চলবো, কথা হবে, দেখা হবে,
কিন্তু কভু ছুঁয়ে দেখা হবে না।।

আচ্ছা আমার কি বলতে ইচ্ছে করে না,
বৃষ্টিতে তোমার ঠান্ডা লেগেছে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

ভালোবাসা দিও প্রেমপত্রে

লিখেছেন সাজ্জাদ শুভ, ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৪

ভালোবাসা দিও প্রেমপত্রে
সাজ্জাদ শুভ

আর একবার ভালোবাসা দিও প্রেমপত্রে,
ভালোবাসা কি আর জমে বলো ঐ মুঠোফোনে??
তোমার গন্ধ আজো পাই পুরোনো চিঠির খামে,
তুমি বন্দী ঐ চারকোণা ফ্রেমে,
আর আমি পুরনো তোমার প্রেমে।


আর একবার তুমি হাতটা ধরো একটু কাছে এসে
ভালোবাসা কি জমে বলো দূরে থেকে।
একমুঠো রোদ কি দেবে আমায় তোমার উষ্ণতা,
বেচে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

কবিতা: কে আমি??

লিখেছেন সাজ্জাদ শুভ, ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৩


চৈত্রের আগুনে পুড়ি, হ্যা ঐ রুপের আগুনে;
শ্রাবণ নদের বৃষ্টিতে অথবা রোদচশমায় ।
তাড়িত হৃদয় কিংবা হাতে থাকা মেঘমল্লার।
লক্ষিট্যারা অক্ষি নতুবা মধ্যস্ততার কবিতা-
অবিচল শ্রীকৃষ্ণ অথবা দীর্ঘশ্বাস!
কে আমি...... হ্যা , তাই তো-
সত্যি কে আমি??
আমি ভাবনার পুরুষ পতিতা।

আমি মোহিতলাল, তোমার অপেক্ষায়-
ধরনীতে যদি জন্ম তোমার হয়;
বুকে রাখিয়ো আমার লাগিয়া সুধাভান্ডার।
অরচিত মধুনিশি যাপনার কামনায়-
যোগ্য তো নই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৯৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৯২২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ