নিবেদিতা তোমাকে
নিবেদিতা তোমাকে
সাজ্জাদ শুভ
নিবেদিতা,
ঐ পাহাড়ের নীল খামে, তোমার স্মৃতির টানে-
মুছে যায় একরাশ মুগ্ধতা।
নিবেদিতা,
এই দূর সীমানায়, জলছবি এঁকে যায়-
শতকের শেষময় ব্যাকুলতা।
নিবেদিতা,
এই পথে-এই রাতে, কত সুর কানে ভাসে-
এখন শুধুই থাকে নীরবতা।
নিবেদিতা,
তোমার চোখের পানে, কত সুখ-কত টানে-
তাকাবার কত শত কথকতা।
নিবেদিতা,
এই সুরে-এই গানে, হারানো তোমার মানে-
শুনেছি কত গহীনের নির্জনতা।... বাকিটুকু পড়ুন