মুক্তি
সাজ্জাদ শুভ
এই শহরে, বদ্ধ কোনও ঘরে-
তুমি মুক্তির স্বপ্ন দেখো,
তুমি মুক্তির গান লিখো,
তুমি অভিনয় করো উন্মাদের,
তুমি বেঁচে থাকতে চাও-
সহস্রের গর্বিত স্লোগানে।
তুমি শেকল ভাঙ্গতে চাও,
শেকল ভাঙ্গা তো খুব সহজ নয়-
তা কি খুব কঠিন ???
তাও হয়তো নয় প্রিয়দর্শিনী!
তুমি ঘর ছেড়ে এই বহিরাঙ্গনে আসো-
অনুভব করো এই পূন্যস্নানের বৃষ্টি,
মুছে ফেলো তোমার পাপ-
শেকল ছেঁড়ার গল্প লিখো।
দুঃখের কাদম্বরী হইয়া কি লাভ সখি?
একবার যমুনায় আসো প্রিয়তমা রাধা হয়ে।
চোখে কাজল দিতে দিতে-
আয়নায় তাকানো কাদম্বরী হও।
স্পর্শ করো এই হিম বাতাস,
ঘ্রাণ নাও ভেজা মাটির-
হও প্রিয় বৃষ্টিস্নাত ।।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬