তুমি
সাজ্জাদ শুভ
তোমায় নিয়ে কবিতা লিখে কি লাভ বলো,
তুমি কি কবিতা পড়ো??
আমি তো তোমায় নিয়ে দূরে হারাবার গল্প লিখবো,
তুমি তো ঘরকুনো।
রাতের অন্ধকার তোমায় ভীষণ মনে করে,
তুমি কি অন্ধকার চেনো??
অন্ধকারের মানে কি জানো??
যে রাত গুলো তোমায় আপন করে
সে রাতের মমতা কোথায়??
দিনের আলোয় কি তার মানে খুজবে তুমি??
এ শহরের মায়াবী নিয়ন বাতি তোমার দেখা পেতে উন্মুখ,
তুমি দ্বার খুলে এসে দেখো।
অনিন্দিতা নন্দিনী-
রাত্রির প্রেমিকা তুমি ঘুমের বাহুডোরে।
ইতি টানো এই জাগ্রত ঘুমের তোমার,
এই হৃদয় ডোর ভাংচুর করে খুন করো আমায়।
স্বর্গীয় হোক এই পূন্যবতী রাত্রি,
পবিত্র হোক আমার রক্তে,
পবিত্রতার প্রতিমূর্তি দেবী হও তুমি-
আমার হৃদয় বলিদানে।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮