চৈত্রের আগুনে পুড়ি, হ্যা ঐ রুপের আগুনে;
শ্রাবণ নদের বৃষ্টিতে অথবা রোদচশমায় ।
তাড়িত হৃদয় কিংবা হাতে থাকা মেঘমল্লার।
লক্ষিট্যারা অক্ষি নতুবা মধ্যস্ততার কবিতা-
অবিচল শ্রীকৃষ্ণ অথবা দীর্ঘশ্বাস!
কে আমি...... হ্যা , তাই তো-
সত্যি কে আমি??
আমি ভাবনার পুরুষ পতিতা।
আমি মোহিতলাল, তোমার অপেক্ষায়-
ধরনীতে যদি জন্ম তোমার হয়;
বুকে রাখিয়ো আমার লাগিয়া সুধাভান্ডার।
অরচিত মধুনিশি যাপনার কামনায়-
যোগ্য তো নই কোন অপ্সরার;
অথবা কোন পাপাচারী বেশ্যার।
আমি নিকৃষ্ট, আমি পথভ্রষ্ট,
গোপন কুঠিরে যার বিষের আধার।
আমি অতৃপ্ত, লোলুপ নরাধম।
ধ্বংসের অপেক্ষায়-
লাল ক্যানভাসে বাধা পাপাত্মা;
সুযোগ খুঁজি কাওকে ধ্বংসাবার।
এসো আমার নষ্টনীড়ে শুধু একবার।।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৪