কঠিন ভয়ে যখন শ্বাসবন্ধ লাগে
স্বাভাবিক সবকিছু যখন অচেনা মনে হয়-
হ্যাঁ ভীষন অচেনা লাগে,
তখনই জীবনের তোমায় প্রয়োজন।
চারপাশের অনিচ্ছার ধুলিঝড়ে
যখন শখের ঠিকানা নড়বড়ে
শক্ত ভীতের সবকিছু যখন-
হ্যাঁ ভীষন নড়বড়ে লাগে,
তখনই জীবনের তোমায় প্রয়োজন।
অনেক অনেক বাতি জ্বলছে
তবুও যেন ঘুটঘুটে আঁধার
এগোনের শক্তি যখন শূণ্য
অসুস্থতা ছাড়াও মনমরা লাগে-
হ্যাঁ ভীষণ শূণ্য লাগে,
তখনই জীবনের তোমায় প্রয়োজন।
অচেনা, অনিচ্ছায় চাপানো সময়-
শূণ্যতায় ভরা কিছু মুহুর্ত
এরা জীবনের কঠিন দিকও
আবার বৈচিত্র্যও,
হাল না ছেড়ে, ভালবাসো।
নিজেকে ভালোবাসো-
সবকিছুর উর্ধ্বে নিজেকে।
তখনই জীবনের তোমায় প্রয়োজন।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩