অন্য কিচ্ছু না, পাশে থাকবে এটুকু কথা দাও।
শুধু তোমায় নিয়েই লিখবো।
না না, মায়াবী চোখের চাহনী নিয়ে লিখবো না।
বলবো না ওই দু'চোখে ডুবে যেতে ইচ্ছে হয়।
একদমই না, ঘনকালো চুলের কথাও লিখবোনা।
বলবো না, পাগল করা সে ঘ্রাণে মাতাল হয়ে রই।
আরে না, আদুরে ঠোঁটের কথাও লিখবোনা।
বলবো না, আলতো চুমো'র তৃষ্ণা হয়।
দীঘির মতো চোখ, ঘনকালো চুল আর
ঠোঁটের দুর্বার আকর্ষন, থাকবেনা সবসময়।
এদের নিয়ে লিখবোনা।
শুধু তোমায় নিয়েই লিখবো।
তোমার অকারণ পাগলামীর কথা লিখবো,
খুঁনসুটিতে অভিমান করে যে ঘুষিটা দিবে তুমি-
সে শাসনের কথা লিখবো,
রাগ ভাঙার পরে তোমার যে মৃদু হাসিটা-
সে হাসির গল্প লিখবো,
হুট করে আমার কাঁধে মাথা রেখে তোমার যে কান্না-
সে কান্নার গল্প লিখবো,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি হলো না হলো-
বিরামহীন সে কথার গল্প লিখবো,
সারারাত জেগে থেকেও ভোরে স্বপ্নেও যে উপস্থিতি-
সে অনুভূতির গল্প লিখবো।
এতো বেশি লিখবো তোমার কথা-
যারা পড়বে তারাও তোমার প্রেমে পড়ে যাবে,
পাঠকের হৃদয়েও ফুটিয়ে তুলবো-
তোমার কাল্পনিক ছবি,
তোমাকে নিয়ে লিখতে লিখতেই একসময়-
আমি হয়ে যাবো কবি।
কিন্ত, অন্য কিচ্ছু না, শুধু পাশে থাকার ওয়াদাটা রেখো।
আর আমি, শুধু তোমায় নিয়েই লিখবো..!!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪১