আমায় ঘুম পাড়ানিয়া গান শোনাবে?
আমার জন্য নয়, আমাদের জন্য।
আমি গভীর ঘুমের আঁচলে লুকাবো,
ভয় কাটিয়ে নতুন করে বাঁচার জন্য।
স্বপ্নের প্রতিশ্রুতি দিতে বলবোনা,
শুধু ভোরে জেগে উঠিও একসাথে,
ঘুম থেকে ওঠেও যেন পাশে পাই,
হারাবার ভয় যেন ধারে না ঘেষে।
তোমার অন্তরাত্মার সাহচর্য্য নিয়ে,
ভীত-নিদ্রার দিন ফুরোবে,
নরম আঙুলে ছুঁয়ে দিও কপাল,
বিদ্যুৎ খেলে যাবে পুরো শরীরে।
সমুদ্রের সবগুলো ঢেউ হয়ে থেকো,
শয্যাশায়ী হয়ে থেকো শীতল জোছনায়-
তিক্ত যা অপেক্ষা ছিল জীবনের,
মুছে দিও তোমার সুর মুর্ছনায়।
প্রণয় নয় এসো সখ্যতা করি,
প্রশ্ন ভুলে বিনিদ্র চোখের-
যা কিছু প্রশ্ন ছিলো অনুত্তরিত,
তাদের পাঠাই চিরস্থায়ী নির্বাসনে।
এক সুনিপুণ সন্ধি আঁকবে এসো,
যে চুক্তিতে থাকবে না ক্লান্তি কোনো-
আমায় ঘুম পাড়ানিয়া গান শোনাবে?
আমার জন্য নয়, আমাদের জন্য।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪