প্রিয়, গল্পটা জেনেছো নিশ্চয়ই,
কিছুটা পুনরাবৃত্তি শোনাই-
অনুরোধ হোক বা ইচ্ছেই হোক
শব্দেরা অাসুক তোমার পাড়ায়।
স্নিগ্ধতা অার লাবন্য হারিয়ে গিয়েছে,
প্রসাধনীর অকারণ অাধিপত্যে।
নৈশব্দের অপুষ্ঠ বৃক্ষজুড়ে,
অাসন পেতেছে নিগুঢ় অবিশ্বাস।
খুব ক্লান্ত দূর্দান্ত ঘুমের দুপুরে,
অনাকাঙ্ক্ষিত অতিথি এসে-
কেড়ে নিলো জন্মের সুখ-
হারিয়েছে দিনশেষে।
সর্বহারাও নতুন ইচ্ছে অাঁকে
বাওজুত যত ভয়-
হাহাকারেও নড়বে না নীড়,
ঠায় দাঁড়িয়ে রয়।
অালিঙ্গনের কেন্দ্র বরাবর,
দূরত্বের মর্মভেদী জ্যা-
দূরত্ব অসহ্য লাগে।
এসো, অধর অার ওষ্ঠের মাঝে
একখন্ড শুভ্রতা নিয়ে-
অাবার শুরু হবে পুনর্জন্ম।
বলো প্রিয়, পারবে না?
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৪