সময়, প্রকৃতি অার মানুষ-
রং বদলানোতে কাছাকাছি-ই।
সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন,
সে তো প্রকৃতির নিয়ম, তাহলে?
মানুষের পাল্টে যাওয়া নিয়ে
নতুন করে লিখতে হয়না,
কলেজে পড়া সে লাইনটা-
"মানুষ মরে গেলে পঁচে যায়,
বেঁচে থাকলে বদলায়,
কারণে-অকারণে বদলায়''
ধ্রুব সত্যি যদিও-
তবে মেনে নেয়া?
কঠিন, সময়ে সময়ে দুঃসাধ্যও।
অপ্রত্যাশিতভাবে বদলে যাওয়া,
যেন অতীত অার ভবিষ্যতের তফাৎটাই শূন্য।
সময়কে শুধু সে-ই বুঝেছে-
যার সমস্ত সময় ফুরিয়ে গিয়েছে।
কিছু অপেক্ষার উত্তর রক্ত চুষে নেয়-
স্পর্শ ছাড়াই, শব্দের অব্যর্থ তীঁর ছুঁড়ে।
অপেক্ষার দুপ্রান্তের পথ অালাদা, সময় ভিন্ন
কোথাও ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস,
তো কোথাও বসন্তের প্রশান্তি।
শেষ কথোপকথন, তেঁতো সংলাপ-
মস্তিষ্কের ভেতরটাকেও বিষিয়ে রাখে
দিনভর অবাঞ্চিত উদাসীনতা,
অার রাতভর অশ্রুপাত।
সম্পর্ক, ভরসা ভাঙনের উত্তপ্ত অাগুন-
প্রতিশ্রুতির ক্রমশঃ ঝলসে যাওয়া
হাজারো স্মৃতিকে কাফনে ঢেকে,
ভালবাসার জীবন্ত দাফন..।।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩