একই বইয়ের মলাটে দেশসেরা নবীন-প্রবীন লেখকদের সাথে নিজেদের লেখা দেখতে চাইলে দ্রুত এই পোস্টটি পড়ুন, এবং জেনে নিন কি করতে হবে। আর মাত্র চারদিন আছে লেখা জমা দেওয়ার। নির্ধারিত সময়ের বাইরে কারোর গল্প’ই আর নেওয়া হবে না।
যাদের লেখা আগে কখনো কোন পত্রিকায়, বইয়ে, ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে তাদের জন্য সুখবরতো বটেই, যাদের হয়নি তাদের জন্যও সুখবর!
আসন্ন বইমেলা ২০১৫ তে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প সমগ্র বইয়ের জন্য ৬জন নবীন লেখক-লেখিকাদের গল্প নেওয়া হবে। যে বা যারা বইটির জন্য লেখা জমা দিতে চান, তারা যোগাযোগ করুন golperkhata@gmail.com এই মেইল অ্যাড্রেসে কিংবা সম্পাদকের ফেসবুক আইডি অথবা সরাসরি কথা বলতে চাইলে যোগাযোগ করুন 01933011748 এই নাম্বারে।
লেখক তালিকাঃ
প্রবীণ প্রজন্মঃ
১. আখতারুজ্জামান ইলিয়াস
২. আনিসুল হক
৩. আবু ইসহাক
৪. আলাউদ্দীন আল আজাদ
৫. আলী ইমাম
৬. আহসান হাবীব
৭. এনায়েত রসূল
৮. জহির রায়হান
৯. জ্যোতিপ্রকাশ দত্ত
১০. নাসরীন জাহান
১১. মঈনুল আহসান সাবের
১২. মুহম্মদ জাফর ইকবাল
১৩. শওকত ওসমান
১৪. শাকুর মজিদ
১৫. সাজ্জাদ কবির
১৬. সেলিনা হোসেন
১৭. হাসনাত আবদুল হাই
১৮. হাসান আজিজুল হক
১৯. হুমায়ূন আহমেদ
২০. হুমায়ূন কবীর ঢালী
নবীন প্রজন্মঃ
১. আপেল মাহমুদ
২. আরিফ আর হোসেন
৩. আল নাহিয়ান
৪. ইশতিয়াক আহমেদ
৫. কাদের বাবু
৬. জাভেদ কায়সার
৭. নাহিদ ধ্র“ব
৮. পারভেজ এম রবিন
৯. মাসুদ আখন্দ
১০. মুহম্মদ রাফিউজ্জামান সিফাত
১১. শাহ পরাণ সৃজন
১২. শাহরীয়ার শরীফ
১৩. সার্জিল খান
১৪. সামিউল আজিজ সিয়াম
*পূর্বে প্রকাশিত কোন গল্প দেওয়া যাবে না।
*কাউকে ব্যক্তিগত আক্রমন বা ব্যক্তিস্বার্থ হাসিল করে কোন লেখা জমা দেওয়া যাবে না।
*গল্প মানে গল্প কোন বিশ্লেষনধর্মী কিংবা দর্শনচিন্তা মূলক কিংবা ফেসবুক/ব্লগ জগতের পোস্ট নয়।
*বইটি বের করার সম্পূর্ণ দায়িত্ব বইটির প্রকাশকের। এক্ষেত্রে আপনাকে একটি পাই পয়সাও খরচ করতে হবে না! তবে বইয়ের প্রচারণা অবশ্যই আপনাদের যার যার সাধ্যমত চালাবেন, এটুকু বিশ্বাস তো করা যেতেই পারে।
*আপনাদের লেখা পাঠাতে হবে মাইক্রোসফট অফিস ৯৭-২০০৩, কিংবা ২০০৭ এ, অভ্রতে লিখে পাঠাতে হবে। শব্দসীমা সর্বোচ্চ ১৮০০ ওয়ার্ড। গল্প পাঠাতে হবে golperkhata@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে মুক্তিযুদ্ধের গল্প সমগ্র শিরোনামে।
*মেইলের শিরোনামে, "মুক্তিযুদ্ধের গল্প সমগ্র" কথাটি অবশ্যই উল্লেখ করতে হবে।
*লেখা জমা দেওয়ার শেষ সময় ১৫ই সেপ্টেম্বর রাত ০৮:০০টার মাঝে।