ঈদের চাঁদ উঠেছে দশদিন আগেই। নিয়ম মোতাবেক জিলহজ্ব মাসের ১০ তারিখ রাত থেকেই ঈদের রাত শুরু হয়। ঈদুল আজহা উপলক্ষে ফেসবুকে বেশ কয়েকজনকে ঈদের শুভেচ্ছা জানালাম, বেশিরভাগ লোকই সৌজন্যতার খাতিরে ঈদ মোবারক জানালো। তবে কিছু কিছু মানুষ জবাবে বললো, same here, same to you. এই অতি-অসাধারন সৌজন্যতাবোধ দেখে আমার আজ থেকে ছয় বছর আগের ঘটনা মনে পড়ে গেল।
ঘটনাটা ২০০৭ এর। তখন হাল্কা হাল্কা শীতের সময় কোরবানীর ঈদ হত। ঈদগাহে ঈদুল আজহার নামাজ মাত্র শেষ হল। সবাই সবার সঙ্গে কোলাকুলি করছে, পরিচিতি-অর্ধপরিচিত-অপরিচিত সবাই সবার সঙ্গে কোলাকুলি করছে। সবাই যে এক আল্লাহর বান্দা, সেটাই যেন সেখানে মুখ্য। সারাবছর ধনীদের গায়ে গরীবের গা লাগলেই আড়ালে কেউ রুমাল দিয়ে গা মুছে নেয়, এইদিন কেউ তেমন করেনি। পাড়ার ফকিরের সঙ্গে গার্মেন্টসের কোটপতি মালিক একসাথে কোলাকুলি করছে, পাড়ার সবচেয়ে লম্বা ছেলেটি অপরিচিত এক কোলের বাচ্চার সঙ্গে কোমর নিচু করে কোলাকুলি করছে, এলাকার সবথেকে মোটা লোকটি এলাকার অপুষ্টিতে ভোগা সবচেয়ে চিকন লোকটিকে জাপটে ধরে কোলাকুলি করছে। আমিও সবার মতোই, পরিচিত-অর্ধপরিচিত-অপরিচিত যাকে পাচ্ছি তার তার সাথেই কোলাকুলি করছি, কুশল বিনিময় করছি, ঈদের মোবারকবাদ জানাচ্ছি।
বাসার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর যাকে পাচ্ছি তার সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করছি। হঠাৎ সেসময়ের এক ক্লাসমেটের সঙ্গে দেখা। সে দেখছি কারোর সঙ্গেই কোলাকুলি করছে না, মোবারকবাদও জানাচ্ছে না। ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে আছে। মনে হয় কাউকে খুঁজছিল। কাছে এগিয়ে গিয়ে বললাম,
-ঈদ মোবারক।
কুশল বিনিময়, মোবারকবাদ, শুভেচ্ছা সবকিছু বাদ দিয়ে সে ঠাণ্ডা গলায় মুখে একটা স্মিত হাসির রেখা টেনে বললো,
-হ্যাই।
আমি কিছুটা ব্যাক্কল হয়ে গেলাম। জন্মের পর থেকে যতদূর দেখেছি, যতদূর জানি, সবাই ঈদের দিন সবাইকেই মোবারকবাদ জানায়, কোলাকুলি করে। আর এই ছেলে বলছে "হ্যাই"
-শরীর কি খারাপ?
-না ঠাণ্ডা লাগছে, মাথা ব্যাথা করছে।
-ও বুঝছি কেন ব্যাথা?
-কেন?
-শীতের সময় কিছু মানুষের তো বুদ্ধি জমে যা, তাই বোধহয় তোমার এমন হচ্ছে। যাক গে ব্যাপার না। এনজয় কর।
এই বলে আমি সামনের দিকে হাঁটা দিলাম। পেছন থেকে সে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
-এই কি বললা, আমার মাথার ঘিলু জমে গেছে?
আমি কোন কথা না বলে ঠিক তাঁর মতোই ঠাণ্ডা গলায় মুখে স্মিত হাসির রেখা টেনে বললাম,
-বাই।
সে আবারো রাস্তার মাঝে সেই আগের মতোই ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে ছিল। পরে রাস্তা দিয়ে আসতে আসতে বুঝতে পারলাম, সে আসলে রোদের তাপে জমাট বাঁধা ঘিলু গলাচ্ছিল।
মোরালঃ Common sense is a sense, which is very uncommon in common people.
বিঃদ্রঃ কিউরর্যিয়াস মাইণ্ড ওয়ান্টস টু ন্যো, আমার সেই ক্লাসমেটটির ঘটনাটা শীতের সময় হয়েছিল বলে নাহয় মানলাম যে ঠাণ্ডায় ঘিলু জমে গেছিল। কিন্তু এখন তো শীতকাল না। আবহাওয়া বেশ গরমই। তাহলে ঘিলু জমে গেল কিভাবে? তাহলে এইরূপ অতি-অসাধারণ সৌজন্যতাবোধ দেখানোর কারণটা কি? কায়দাটা কি?
যাই হোক, ঈদ সবার জন্যই আনন্দের বার্তা বয়ে আনুক। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।