যাদের লেখা আগে কখনো কোন পত্রিকায়, বইয়ে, ম্যাগাজিনে প্রকাশিত হয়নি, তাদের জন্য একটি সুখবর। ২০১৩ সালে প্রকাশিত মেট্রোপলিটন গল্প গুচ্ছ এবং আসন্ন বইমেলা ২০১৪তে প্রকাশিত বইয়ের সফলতার পর তৃতীয়বারের মতো আবারো প্রকাশিত হতে যাচ্ছে বইটির সিরিজের তৃতীয় সংখ্যা "মেট্রোপলিটন গল্প গুচ্ছ-৩"
প্রথমবার ও দ্বিতীয়বার নবীন লেখক-লেখিকাদের ভিন্ন স্বাদের গল্প নিয়ে সাজানো মেট্রোপলিটন গল্প গুচ্ছ এর আদলে তৃতীয়বারেও একই ধারায় প্রকাশিতব্য বইটি নবীন লেখক-লেখিকাদের বইয়ের জগতে নিজেদের সুযোগ করে দেওয়ার জন্য তৃতীয় সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে।
বাংলাদেশের সমসাময়িক ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ক্যাটাগরিতে গল্প দেওয়া যাবে,
সায়েন্স ফিকশন (নির্বাচিত হয়ে গেছে)
ভৌতিক (নির্বাচিত হয়ে গেছে)
রম্য (নির্বাচিত হয়ে গেছে)
স্যাটায়ার
কিশোর গল্প
জীবনধর্মী/সামাজিক (নির্বাচিত হয়ে গেছে)
গোয়েন্দা
রহস্য/থ্রিলার
বিরহ/রোমান্টিক/প্রেমের গল্প (নির্বাচিত হয়ে গেছে)
ভালবাসার গল্প (নির্বাচিত হয়ে গেছে)
পারিবারিক ঘটনা নিয়ে গল্প (নির্বাচিত হয়ে গেছে)
সমসাময়িক ঘটনা নিয়ে গল্প (নির্বাচিত হয়ে গেছে)
যে বা যারা নিচের শর্তাবলী মেনে এই বইয়ের জন্য লেখা(নতুন) জমা দিতে চান, (ব্লগে বা ফেসবুকে আগের লেখার ক্ষেত্রে কাহিনী বিচার করে নেওয়া যেতে পারে) তারা যোগাযোগ করুন golperkhata@gmail.com এই মেইল অ্যাড্রেসে কিংবা সম্পাদকের ফেসবুক আইডিতে অথবা ফেসবুকে অফিসিয়াল গ্রুপে অথবা সরাসরি কথা বলতে চাইলে যোগাযোগ করুন 01933011748 এই নাম্বারে।
বিঃদ্রঃ
*বইটিতে মোট ১৬জনের লেখা থাকবে। প্রত্যেকটি ক্যাটাগরিতে নূন্যতম একটি করে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬টি গল্প নির্বাচিত করা হবে।
*যাদের লেখা আগে কখনো কোন পত্রিকা/বই/ম্যাগাজিনে প্রকাশিত হয়নি, তারা অগ্রাধিকার পাবেন। গল্পের উপস্থাপন অবশ্যই দৃষ্টিনন্দিত হতে হবে।
*কাউকে ব্যক্তিগত আক্রমন বা ব্যক্তিস্বার্থ হাসিল করে কোন লেখা জমা দেওয়া যাবে না।
*ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বা কোন বিশেষ ব্যক্তি, গোষ্ঠীকে উষ্কানিমূলক কোন বক্তব্য রেখে গল্প দিলে তা সাথে সাথে বাতিল হয়ে যাবে।
*গল্প মানে গল্প কোন বিশ্লেষনধর্মী কিংবা দর্শনচিন্তা মূলক কিংবা ফেসবুক/ব্লগ জগতের দর্শনমূলক লেখাভিত্তিক পোস্ট নয়।
*বইটি বের করার দায়িত্ব বইটিতে মোট ১৬জন লেখকেরা নিজে নিজে বহন করবেন। ৫ ফর্মার বইটির প্রকাশমূল্য প্রত্যেকজন লেখক/লেখিকা সমানভাগে ভাগ করে জনপ্রতি দাঁড়ায় ১৬০০টাকা করে দিতে হবে। গল্প সিলেক্ট করা হলে পরের দিন অর্থাৎ ৫দিনের মাঝেই টাকা পরিশোধ করতে হবে।) সমপরিমাণ মূল্যের প্রাপ্য বইয়ের কপি বই প্রকাশের সাথে সাথেই কুরিয়ারযোগে পাঠিয়ে দেয়া হবে।
*নির্বাচিত লেখকদের এই গ্রুপে নেয়া হবে।
*বইটি প্রকাশিত হবে অমর একুশে বইমেলা ২০১৫ তে।
*প্রত্যেকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন এক বা একাধিক গল্প দিতে পারবেন। তবে নির্বাচিত হবে যেকোন এক ক্যাটাগরির একটি মাত্র গল্প।
*মেইল অ্যাড্রেস golperkhata@gmail.com এ মেইলে অ্যাটাচ করে পাঠানোর সময় "মেট্রোপলিটন গল্প গুচ্ছ -৩" শিরোনামে পাঠাতে হবে।
*দয়া করে কেউ গ্রুপের ওয়াল পোস্টে বা ইনবক্সে গল্প পাঠাবেন না। কেবল মেইলে পাঠানো গল্প বিবেচনার জন্য গ্রহনযোগ্য হবে।
*শব্দসীমা সর্বোচ্চ ২০০০ শব্দ। এর কম হতে পারে, তবে এর বেশি হওয়া যাবে না। মাইক্রোসফট অফিস ডকুমেন্ট ফাইলে সেভ করে মেইলে অ্যাটাচ করে গল্প পাঠাতে হবে।
*প্রতিটি গল্প অভ্রতে টাইপ করে লেখা পাঠাতে হবে।
*প্রাথমিক পর্বের লেখা জমা দেওয়ার শেষ সময় ২২শে আগস্ট ২০১৪ রাত ১০:০০টার মাঝে। পরবর্তী পর্যায়ের গল্প জমা ও নির্বাচিত হওয়ার সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
*১৬টি গল্প থেকে সেরা ৪জনকে মেট্রোপলিটন গল্প গুচ্ছ ৫ এর জন্য মনোনীত করা হবে। এবং সেরা ৪ এর মধ্যে একজনকে তুলে দেয়া হবে সেরা গল্পকারের পুরষ্কার।