একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম।
আচানক নয়ন ভুলানো সৌন্দর্যের দেখা, যেন লাল কৃষ্ণচূড়ার প্লাবন। কি তীব্রতায় যেন হেটে যাচ্ছে
চোখের সম্মুখ দিয়ে। তার হেটে যাওয়ায় যেন মহীয়ান নব সঙ্গীত সৃষ্টি হচ্ছে ধরায়।
কেমন করে, কি জানি হলো, একটা নরম হৃদয় না জানি কোথা থেকে এসে বুকের বামপাশে খুটি ঘেরে বসলো।
কোন কোন গাছ যেমন কড়া আলোতে মরতে বসে তেমনি নয়ন ভুলানো সৌন্দর্যে, যেন আমি মরতে বসেছি আজ।
আনন্দ - নিরানন্দ, খাইদাই - ঘুমোয় এমন একটা জীবন ছিলো আমার।
ধংসস্তুপের উপর বসে শুভ্র আকাশে মেঘেদের ভেসে যাওয়া দেখতে দেখতে আমার স্বপ্নেরা পাশ ফিরে হেটে যেতো অবিরত।
অথচ, আজ সেই আমার স্ফুলিঙ্গের ন্যায় তীব্রতা কথা বলার জন্য, যেন তার জন্য শব্দ গুচ্ছ থরে থরে সাজানো হয়ে গেছে চোখের নিমিষেই।
#যেন_বসন্ত_এসে_গেছে_জীবনে!
আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেণু
আবেগে কাঁপিছে আঁখি, যেন বসন্ত এসে গেছে
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩