বেদনাহত নক্ষত্রের মতো
দূর বহুদূরের বেদনাহত নক্ষত্রের মতো
আমি একা হয়ে যায় কখনো কখনো,
আমি একা হয়ে যায় সবুজের উপর
গড়িয়ে পড়া শিশির বিন্দুর মত।
সভ্যতা, যান্ত্রিকতা কিংবা লাখো মানুষের মিছিলে
ঘুটিয়ে নেয়া কচ্ছপের মত হয়ে যায় আমি,
ধীরে,ধীরে স্তব্ধতাকে সঙ্গী করে
ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব।
অরন্য বা মরুভূমি পাহাড় কিংবা সমুদ্রে
মৃন্ময়ী আমি তন্ময় চোখে শুধু গল্প লিখি,
একা... বাকিটুকু পড়ুন