নয়ন্তী,
আমি তো আড়ালের কেউ, নিজেকেই জানিনা
বিকাবো কি করে ? দাম দর বুঝিনা !
তবুও ভাঙ্গা হৃদয় খোলে, এক আধটু সময় পেলে
ঠোঁটে নিয়ে শুষ্ক হাসি, ঋণ যা ছিলো শুধাতে আসি।
আমি তো ডুবে যাওয়া কেউ, যাকে ডুবুরিও পাবেনা !
ভাসা`বো কি করে নিজেকে, মগজের কোষগুলোও জানেনা ?
তবুও মাঝেমাঝে এসে যায়, স্মিথ হাসি হেসে যায়।
আমি তো পুড়ে যাওয়া কেউ, অনল ব্যাথায়
জীবন রয়েছে যার, ছাইচাপায়।
সুখ কি বুঝিনা, নির্জনতায় ডুবি না
তাই কেউতো আমাকে, আর খোজেনা।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৫৩