মনে নেই ঠিক কি কারনে, সে সামনে এসে দাড়িয়েছিলো ?
ঠিক কি কারনে, চোখ ঝাপসা হয়েছিলো ?
অথবা নিঠুর সে তাকিয়েছিলো, উদাস নয়নমেলে!
মনে নেই ঠিক, কতটুকু ওজন ছিলো অস্পৃশ্য দীর্ঘশ্বাসে!
কতটুকু ছিলো শূন্যতার নিনাদ পুরনো বিষাদে,
অথবা ছাইরঙা শাড়ি পড়ে, কেন সে এসেছিলো
আগুন লাগা ঐ চৈত্রের দুপুরে ?
আমার ঠিক কিছুই মনে নেই !
মনে নেই, কতটুকু উত্তরীয় বাতাস ছুঁয়ে ছিলো
ঐ নরম চিবুক আর কপোলে ?
মনে নেই ঠিক,
কত সেকেন্ডে আর মিনিটে ছুঁয়েছিলো
সেদিনের ঘন্টার কাটা ?
তবুও আমি শুধু তার জন্য অপেক্ষা করছি!
মনে করার চেষ্টা করছি ,
তখন থেকে এখনো!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৩