নয়ন্তী,
নিউরোজেনেসিস প্রক্রিয়ায় নিউরন উৎপাদনের মতোই তোমার জন্য আমার ভালোবাসা উৎপাদন হয় প্রতিদিন, প্রতিনিয়তই।
করোটির ভেতর থেকে সেরেবেলাম যেমন- ভারসাম্য রক্ষা করে জীবনের গতি নিয়ন্ত্রণ করে,
তেমনি করে তোমার একটু পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখায়, আমার হৃদস্পন্দন আর শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়।
করপাস ক্যালোসাম যেমন করে নরম তুলতুলে ব্রেইন কে নিচ থেকে ঠেকনা দিয়ে ধরে রাখে।
তোমার এক চিলতে হাসি তেমনি করে আমার জীবন নামক জীয়নকাঠি কে ঠেকনা দিয়ে টিকিয়ে রেখেছে।
নয়ন্তী জানো ?
সেরেব্রাল কর্টেক্স এর চিন্তার মাইক্রস্কোপিক গঠন থেকে জানা যায় আকাশগঙ্গার নক্ষত্রের সংখ্যার কাছাকাছি আমার যে চিন্তা ভাবনা তার সবটা জুড়েই তুমি রয়েছো।
হ্যাঁ অদ্ভুত শোনালেও এটাই সত্যি নিউরন বাচ্চা অবস্থায় মাইগ্রেট করে যেমন অন্যত্র আভাস গড়তে পারে তবে আমি কিন্তু তেমন পারিনা। তোমার জন্য আমার মস্তিষ্ক দোলে, পিটপিট করে, মিটমিট করে তবুও আমি থিতু হয়ে থাকি তোমার কাছে গ্লিয়া নামক আঠা সদৃশ্য পদার্থের ন্যায়।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৩