#কেমন_আছো_?
আমি তখনও ভালো ছিলাম
আর এখনো ভালো আছি।
"আর মাঝখানে কেমন ছিলে?
কড়া শাসনে, আর শূন্যতার দীর্ঘশ্বাসে
যেখানে সব থেকেও থাকা হয় নির্বাসনে!
"এখন কোথায় আছো ?
হয়তো আজ আর আগামীর মাঝে,
নয়তো ঘড়ির সময়ে, না হয় মহাকালে।
"তাহলে জিতেছে কে?
শোন, জিতেছে সময়।
এতোদিন কি ভেবেছো শুধু?
জিতেছো তুমি, ভাষাহীন ছিলাম বলে?
ভুল ভেবেছো, নীল আকাশের এই প্রশস্ত জমিনে
যেখানে জোছনার আলো একই হারে আসে
বাতাসের গতি সবার জন্য একই থাকে।"
সেখানে কি চাইলেই জিতে যাওয়া যায়?
" আচ্ছা তুমি কি বড় নস্টালজিক?
বোধের মধ্যখানে দাড়িয়ে সাইরেন বাজিয়ে দেখো?
একটা স্তব্ধ রাত, পাশে হেটে যাওয়া, নির্জনতায় ছোঁয়ে যাওয়া, কে না চায়?
"আর কি ফিরবেনা?
ফিরবো তো, দেখোনা সেই কবেই ফিরে এসেছি!
অবহেলা আর প্রত্যাখ্যানকে নিত্য সঙ্গি করে,
বেদনার জমাট শীলা হয়ে নিজের ঘোরদরে।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯