আমাদের প্রানপ্রিয় শিক্ষকরা সবসময় বলে ভাল রেজাল্ট করতে হবে। তাহলে নাকি একটা ভাল চাকরি পাওয়া যাবে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা অদ্ভুত নিয়ম আছে। নিয়মটা হল যার জিপিএ সব চেয়ে বেশি থাকে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার লোভে শুরু করি প্রতিযোগিতা। যে করেই হোক পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে। আর তাই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেই আমরা একে অন্যের প্রতিযোগি হয়ে যাই। বন্ধু হতে পারি না। বন্ধুত্ব করতে পারি না। আগে মানুষের যে সহযোগিতা করার মানসিকতা ছিল তা পদে পদে নষ্ট করে আমাদের পঙ্গু করে দেয়া হচ্ছে। এখন আর আমরা সহযোগিতা করতে ইচ্ছুক নয় এখন আমরা প্রতিনিয়ত প্রতিযোগিতা করে চলছি। আমরা নিজের ভাল করতে গিয়ে অন্যের সর্বনাশ করছি এবং নিজেদের ধ্বংস ডেকে আনছি নিজের অজান্তেই।
এখনকার বিশ্ববিদ্যালয়ের সংঙ্গা মনে হয় নতুন করে নির্ধারন করতে হবে। কারন এখনকার বিশ্ববিদ্যালেয় মধ্যে আর আগের মত ভাল কিছু পাচ্ছি না। আমরা এখন বিশ্ববিদ্যালয়ে যাই জ্ঞান কপি করার জন্য। বিশ্ববিদ্যালয়ে এখন আর জ্ঞান সৃষ্টি হয় না। আমরা বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান নিতে নিতে তাকে জ্ঞান শূন্য করে ফেলেছি। এখন আবার যদি বিশ্ববিদ্যলয়ে জ্ঞান সৃষ্টি শুরু না হয় তবে এই বিশ্ববিদ্যালয় খুব একটা কাজে আসবে বলে মনে হয় না।
আগে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ত তাদের একটা আলাদা সম্মান থাকত। তারা দেশের জন্য সমাজের জন্য কাজ করতেন তারা জ্ঞান আহরন করতেন কপি করতেন না। কিন্তু এখনকার আমরা ? আমরা অনেক ব্যস্ত ! আমাদের এ্যাসাইনমেন্ট থাকে, ডেটিং থাকে, পরীক্ষা থাকে আরও নাম না জানা কত যে কাজ আমাদের তার কোন ইয়াত্তা নেই। এত ব্যস্ততার মাঝে দেশকে নিয়ে চিন্তা করার সময় কই! এই সব কথা কোন কাজের কথা না এবার কাজের কথায় আসি।
বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক ডিপার্টমেন্টে অনেক কোর্স পড়ানো হয়, অনেক কিছু শিখানো হয় । কিন্তু এমন কোন ডির্পাটমেন্ট কি আছে যেখানে ভাল মানুষ হওয়ার শিক্ষা দেয়া হয়। আমার জানামতে নেই। আমি ব্যবসায়ের ছাত্র ব্যবসায় শিক্ষা পড়তে এসে যা বুঝলাম তা হল আমাদের শিক্ষকদের কষ্ট করে উচ্চ শিক্ষা অর্জন না করলেও কিছু একটা যায় আসে না। কারন আমাদের বিবিএর যে কোর্স তা পড়ানো জন্য গ্রাজুয়েশই যথেষ্ট। শিক্ষকরা সবসময় শিক্ষা দেন কি করে একটা ভাল চাকরির ব্যবস্থা করা যায়। তাই আমরা ভাল চাকরি পাই বটে কিন্তু ভাল মানুষ হই না।
এই দুনিয়ায় সব কিছুরই একটা প্রতিক্রিয়া আছে বলে বিশ্বাস করি। কেউ যখন আমাকে ভালবাসবে তখন আমি অনুধাবন করব এর গুরুত্ব এবং আমি হয়তবা মানুষকে ভালবাসতে শিখব। আমরা কখনও ভালবাসার শিক্ষা পাই না, মানবিকতার শিক্ষা পাই না । পাই না সহযোগিতার শিক্ষা। যা পাই তা হল প্রতিযোগিতার শিক্ষা আর বানিজ্যিক হওয়ার শিক্ষা।
যেহেতু ভাল মানুষ হওয়ার কোন সুযোগ নাই তাই আমরা ভাল মানুষ আশা করতে পারি না। মিথ্যা আশা করার অধিকার আমাদের কারও নেই। আমাদের নিজেদের ভাল মানুষ হওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলেই আমরা পাব একটা সুন্দর সমাজ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৭