১.
আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে,
তোমার ঠোঁটজোড়া এগিয়ে দেবে?
একটু টেনে নেই বাঁচার রসদ!
২.
তোমার গালে ঘষে ঘষে মাখিয়ে দেবো আমার ঠোঁট;
এই শীতে তোমার নেই আর রুক্ষতার কোনো ভয়।
৩.
আমি চুমুভোজী প্রাণি, জেনে নাও তুমি,
তোমার ঠোঁটেই হবে আমার চারণভূমি।
৪.
আমার ঠোঁটে তৃষ্ণা।
তোমার ঠোঁটে নদী!
৫.
ভালোবাসা জমে আছে ঠোঁটের ডগায়-
পাখির মত ঠোঁট দিয়ে নিয়ে যাও এসে!
আঠার মত আটকে থাকুক ঠোঁটজোড়া,
এসো দমভরে ফুঁকে দেই পবিত্র প্রেম।