দিগ্বিদিক
...................................সৈয়দ সানাম সাকিব
তার মন বরাবর সমান্তরাল খালি পায়ে হেটে চলা,
আমি দিগ্বিদিক সারাবেলা। ছুঁতে হয় সখ,
তোমার ঐ নগ্ন পায়ের ছোট্ট নখ।
হাসলে গালে টোল পরে যায়, কাঁদলে ঝরে কাজল জল,
আমি হৃদয় খুলে বসে থাকা, তাকে চক্ষু খুলতে বল।
গালের টোল হয়ে যাই, খাই চোখের জল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০