তোমার মাঝে হাড়াই আমি
তোমার মাঝেই বিশ্ব।
তোমার চোখের এক পলকেই
উজার হয়ে নিঃস্ব।
যেদিন,
নোনা জলের ভেজা চোখে
আমার দিকে তাকাস।
সেদিন,
মেঘ দেখিনা,বৃষ্টি ছুঁই
কান্দে কেনো আকাশ?
যেদিন, হাত বুলিয়ে তোমার মাথায় ঘুম পারিয়ে দিলাম
ঘুমের তুমি কেমন তুমি একটু খানি জানতে,
সেদিন, আধার রাতে তোমার পাশে সজাগ বসে ছিলাম
যেদিন, হাত বুলিয়ে তোমার মাথায় ঘুম পারিয়ে ছিলাম ।
বল, কান্দে কেনো আকাশ বন্ধু ? কান্দে কেনো আকাশ?
তুই যেদিন, আমার দিকে, উদাস হয়ে তাকাশ।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৪