সব ক্রাশের মধ্যে সেলিব্রেটি ক্রাশদেরকে সেফ মনে করি। কোন সিরিয়াস কিছু না, দু্ঃখ পাওয়ার সম্ভাবনা নেই। শুধু শুধু নিজের মনে তাদের কাজ দেখে খুশি হওয়া। তো আমার সেলিব্রেটি ক্রাশের লিস্ট নিচে দিলাম। কারও সাথে মিলে গেলে সাথে সাথে তাকে ভুলে যাবেন। সে শুধু আমার।
নাম: সাব্বির রাহমান।
পরিচয়: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের t-20 specialist.
ক্রাশের কারণ: সবুজ চোখ। টোল পরা হাসি। ব্যাট করার সময় যখন জ্বলজ্বলে চোখে শট মারে, হায় আমি তো ফিদা হয়ে যাই। সত্যি কারের টাইগার।
নাম: তাসকিন আহমেদ।
পরিচয়: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের speed star.
ক্রাশের কারণ: হাইট, হাসি, দৈহিক গঠন। কি সরল মায়াকাড়া চেহারা। ওকে দেখার আগে ভাবতাম মায়া শুধু শ্যামলা চেহারার ছেলেদেরই হয়। ওর প্রতি হওয়া অবিচারের যেন প্রতিশোধ নিতে পারে ও।
নাম: তাহসান খান।
পরিচয়: অভিনেতা, গায়ক, লেকচারার আরও কতো কি।
ক্রাশের কারণ: খুব আহামরি সুদর্শন না কিন্তু ভদ্রস্থ, ছিমছাম চেহারা। গানগুলো ভাল লাগে। রোমান্টিক চরিত্রগুলোতে অভিনয় পারফেক্ট। ওর একটা গানের লিংক দিলাম।
Tahsan song
নাম: মাহফুজ আহমেদ।
পরিচয়: অভিনেতা। ক্রাশের কারণ: আবারো আহামরি চেহারা নয়, সাদামাটা মায়াকাড়া বাংলাদেশী ছেলে। কিন্তু রোমান্টিকতা আছে চেহারায়, আর জাত অভিনেতা। ওনার আর অপি করিমের নাটকগুলো দেখতাম, আর অপি করিমের জায়গায় নিজের কল্পনা করতাম হা হা। যদিও আমি অপিরও ফ্যান।
নাম: আরেফিন শুভ।
পরিচয়: অভিনেতা।
ক্রাশের কারণ: প্রথমে গলার স্বর শুনে। আর জে ছিল। কি দরাজ গলা। লম্বা চুলের ছেলে একদম পছন্দ করতাম না, কিন্তু একে লম্বা, ছোট সব চুলেই মানায়। একশন, ড্যান্সের সাথে কমিক সেন্সও ভাল। আর নায়কোচিত পারসোনালিটি আছে। ক্যারিয়ার সচেতন। এরকমই থাকলে একদিন বাংলাদেশের এক নম্বর হিরো হবে।
বি:দ: এটা শুধুই ফান পোষ্ট। এদের কাউকেই বিয়ে করার জন্যে আমি পাগল হয়ে যাচ্ছি না। তবে এদের কাজ আগ্রহ নিয়ে দেখি। বাস্তব জীবনে চেহারা না দেখে স্বভাব দেখে ভালবাসাই উত্তম।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩