
'হেফাজত' হলো তালেবানদের বাংলাদেশী সংস্করণ । 'মাই ফরবিডেন ফেস' গ্রন্হে লতিফা নামক এক আফগান তরুণী তালেবান শাসনে নারীদের প্রতি 'মোল্লাদের' সহিংস আচরণের বর্ণনা দিয়েছেন । ক্ষমতা দখলের পর ১৯৯৬ সালের ২৭ ডিসেম্বর তালেবানরা কতগুলো ডিক্রি জারি করে । তার মধ্যে উল্লেখযোগ্য হলো :
১) মহিলা ও যুবতি মেয়েরা বাড়ির বাইরে কোন কাজ করতে পারবেনা ।
২) যেসব মহিলা বাইরে যাবে, তাদের সাথে 'মাহরাম' থাকতে হবে ।
৩) পুরুষরা দাড়ি বাখবে এবং গোফ রাখতে হবে শরিয়া মতে ।
৪) মহিলা ও মেয়েরা চাদরের নিচে কোন উজ্জ্বল রংয়ের জামা গায়ে দিতে পারবে না ।
৫) মহিলারা নেল পলিশ, লিপষ্টিক,মেকআপ ব্যবহার করতে পারবেনা ।
৬) কোন প্রাণী বা মানুষের ফটো টাঙানো যাবে না ।
৭) কোন পুরুষ ডাক্তার মেয়েদের দেখতে পারবে না এবং কোন পুরুষ দর্জির কাছে মহিলা জামা বানাতে যেতে পারবেনা ।
৮) কোন যুবতি মেয়ে যুবকের সাথে কথা বলতে পারবেনা। এ আইন ভঙ্গ করলে সাথে সাথে দুজনের বিবাহ হয়ে যাবে ।
৯) মুসলিম পরিবার গান শুনতে পারবেনা, এমনকি বিবাহ অনুষ্ঠানেও নয় ।১০) সব অমুসলিমরা হলুদ পোশাক বা এক খন্ড হলুদ কাপড় গায়ে দেবে, তাদের বাড়িতেও হলুদ পতাকা ওড়াতে হবে ।
১১) মহিলারা বিবাহের সময় বিউটিশপে সাজসজ্জ্বার জন্য যেতে পারবে না ।
১২) যে কেউ শরিয়া আইন ভঙ্গ করলে তাকে পাবলিক স্কোয়ারে শাস্তি দেয়া হবে ।
এসব আইন কী আধুনিক গণতান্ত্রিক সমাজের জন্য উপযোগী ?
হেফাজতে জামাতের উদ্দেশ্যও কিন্তু একই।Mahbub Hass
কার্টেসিঃ Mahbub HassanMahbub HassanMahbub Hassaaমাহবুব হাসানn
Click This Link