-ছেলে = মেয়ে
= আজ যে বন্ধু দিবস জানো তো?
- অল্প অল্প জানি!
= এটা আবার অল্প জানে কীভাবে? হয় তুমি জানো, না হয় তুমি জানো না ব্যাস!
- দ্যাখ দিবস-টিবস নিয়ে আমি মাথা ঘামাই কম! প্রতিদিনই তো কোন না কোন দিবস
আছে। কে কয়টার খোঁজ রাখে বল?
= যারা রাখার তারা ঠিকই রাখে। আচ্ছা মানলাম কিছু দিবস আছে যেগুলোর খোঁজ
না রাখলেও চলে কিন্তু তাই বলে বন্ধু দিবস ভালবাসা দিবস এগুলোর খোঁজ রাখবে
না?
- আমার তো না রাখলেও চলছে দেখছি। তুমি আছো না দিবস গণনার জন্য!
= ধ্যাৎ কোথায় বন্ধু দিবসে কিছু রোমান্টিক কথাবার্তা বলব তা না কী সব
প্যাঁচাল জুড়ে দিয়েছ!
- বন্ধু দিবসে কী রোমান্টিক কথাবার্তা বলতে হয়? জানতাম না তো!
= তুমি কী পিন মারা বন্ধ করবে না আমি চলে যাব?
- আচ্ছা ঠিকাছে তুমি বল বন্ধু দিবসে কী করে মানুষ...
= এ্যাই মনে কর মেসেজে একজন আরেকজনকে উইশ করে, বন্ধুরা সবাই একত্রিত হয়ে
আড্ডা মারে বা ভাল কোন জায়গায় খেতে যায়, কোন কোন ফ্রেন্ড সার্কেল নতুন
ফ্রেন্ডশীপ ব্যান্ড লাগায় এসব আর কী...
- তাহলে এখানে শুধু আমরা দুজন কেন?
= মানে?
- বন্ধু দিবস যেহেতু আমার বন্ধু তোমার বন্ধু সবাই থাকলে ভাল হত না?
= সবাইকে নিয়ে রাতে ডিনার করব স্টার কাবাবে। তুমি আসছ তো?
- একটা অসমাপ্ত লেখা আছে। ভাবছিলাম রাতে লিখব।
= আজ বন্ধু দিবসে রাতে না লিখলে কিছু হবে না...
- আচ্ছা বিশেষ দিবসেই শুধু বাইরে খেতে হবে কেন? এটা তো অন্য সময়ও করা
যায়। যেমনটা আমরা দুজন কদাচিৎ করে থাকি।
= তুমি এ কথা বলায় আমার একটা কথা মনে পড়ল।
- কী
= শফিক রেহমানকে তো চিনো... ঐ যে বাংলাদেশে ভালবাসা দিবসের প্রবর্তক।
- তুমি তাকে এ পরিচয়ে চিন? তার আর কোন পরিচয় জানো না?
= হুঁ কী মনে কর? উনি যায়যায়দিনের সম্পাদক ছিলেন। আমি মঈন আর মিলার দিনের
পর দিন কলামটা প্রায় নিয়মিতই পড়তাম।.... কী ব্যাপার কানে ধরছ কেন?
- তোমার জ্ঞান নিয়ে আর সন্দেহ করব না! এবার বল তার কী হয়েছে...
= আরে কিছু হয় নাই তার একটা কথা মনে পড়ছে। তাকে একবার জিজ্ঞাসা করা
হয়েছিল যে আমরা তো প্রতিদিনই ভালবাসি। সুতরাং আলাদা করে ভালবাসা দিবস
পালন করার কী দরকার?
- তো উনি কী বললেন?
= উনি বললেন, আমরা তো প্রতিদিনই বাসায় ২ - ৩ বেলা খাই। এর মধ্যে ১৫ দিন
পর বা মাসে একবার আমরা যেরকম বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই দিবস পালন
করার ব্যাপারটাও সেরকম। আমরা প্রতিদিনই ভালবাসব কিন্তু একটা দিবস থাকুক
যেটা আমরা স্পেশালি পালন করব। এ ধরণের কিছুই একটা বলেছিলেন।
- তাহলে আজকের এই বন্ধু দিবসে তুমি তাই রাতে ডিনার দিয়েছ?
= হ্যাঁ।
- আচ্ছা কে যেন বলেছিল, Friendship may turn into love but love never
turn into friendship!
= কথাটা বোধহয় ঠিক নয়। এই যুগে দুইটাই হচ্ছে। আমি তো মনে করি যাকে তুমি
ভালবাস তার সাথে ভালবাসা ও বন্ধুত্ব দুটো একসাথে থাকাটা সবচে ভাল।
- এজন্যই কী যে, মেয়েটা ছেলেটাকে ছ্যাঁকা দিলেও যাতে তারা বন্ধু থাকতে পারে?
= তুমি প্যাঁচ ধরবেই এটা তোমার স্বভাব। তোমার সাথে কী করে যে জড়ালাম...
- তুমি নিজেই জান না!
= না আর পারা গেল না... আমি গেলাম...
- প্লীজ বসো বসো... আজকের আলোচনার একটা উপসংহার টানতে হবে তো।
= কেন? আমরা কী ঈশপের গল্প লিখতে বসেছি যে উপসংহার টানতে হবে?
- বাহ্! তুমিওতো খুব ভাল প্যাঁচ ধরো!
= তোমার সাথে থাকতে থাকতে বোধহয়...
- সঙ্গ দোষে লোহাও ভাসে!
= তুমি সব মাটি করে দিলে... আজ বাসা থেকে বের হবার সময় ভেবেছিলাম বন্ধু
দিবসে স্মরণীয় কিছু কথাবার্তা বলব কিন্তু তোমার বাঁকা কথা বলার স্বভাবে
তা আর হল না।
- এখনও সময় আছে কিছু স্মরণীয় কথাবার্তা বল... Lets make a day to
remember/From January to December/ Lets make a...
= ব্রায়ান এ্যাডামস মাই ফেভারিট। তো নাইট এর জায়গায় ডে বললে কেন?
- নাইট মেক করার উপায় কী এখন আছে?
= আছে না... আজ রাতে স্টার কাবাবে।
- তোমার আর রিংকুর মত ভোজনরসিকদের স্মরণীয় জিনিস বলতে একটাই... ব্রায়ান
এ্যাডামস কী স্টার কাবাবে ডিনার করতে বলছে?
= ব্রায়ান এ্যাডামস কী বলছে সেটা আমিও বুঝি... তো ঠিক আছে চল কাজী
অফিসে... বিয়ে করে ফেলি।
- ঠাট্টা করছ?
= নো... নট এ্যাট অল। আই এ্যাম সিরিয়াস। আমি এর আগেও কয়েকবার এটেম্পট
নিয়েছি কিন্তু তোমার সাহসে কুলায়নি।
- তাই বলে বন্ধু দিবসে বিয়ে করবে?
= তোমার সাহসে কুলালে তাই হবে।
- বন্ধু দিবসে বিয়ে করলে আমরা তো জামাই বউ হবো না... হব বন্ধু+বান্ধবী!
= বিয়ের পরে জামাই বউ কাগজে কলমে তো হওয়াই যায়। কিন্তু আত্নিকভাবে যাপিত
জীবনে বন্ধু+বান্ধবী হওয়াই বেশি দরকার।
- সক্রেটিস ফেল! আজ তুমি যা দর্শন ফলালে না!
= সক্রেটিস আসলেই ফেল! ঐ ব্যাটা দাম্পত্য জীবনে সুখী ছিল না।
- সেটা তার বউয়ের দোষ ছিল। তার বউ ছিল দাজ্জাল প্রকৃতির। তাই সক্রেটিস
শিষ্যদের উদ্দেশ্যে একটা কথা অমর বাণী বলে গেছেন... “জীবনে যা হয় হোক
বাছা, বিয়েটা অন্তত করো। তোমার বউ যদি ভাল হয় তাহলে তুমি সুখী হবে আর যদি
দাজ্জাল হয় তাহলে তুমি দার্শনিক হবে... সেটাও কম কথা নয়!”
= হা হা হা হা
- আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দিবে?
= কী প্রশ্ন?
- বিয়ের পরে আমার দার্শনিক হবার সম্ভাবনা কেমন বলে তুমি মনে কর?
(মেয়েটি প্রশ্নের উত্তর না দিয়ে হনহন করে হেঁটে চলে গেল!)
------------------------------------------
সুমনুসংলাপ- ৫৩
সুমন সালেহী'স ট্রেজারি অফ হিউমার
http://www.facebook.com/SSTH13