
প্রিয় কাশেম ,
কেমন আছস ? আমি ভালা আছি । আমাগো মহল্লায় ভোটার আইডি কার্ড এর নাম নিবন্ধনের কাম চলতাছে , তুমি তো হালা ডার্লিং এর লগে দেখা করতে ফরিদপুরে গেছ গা !


দোস্ত , তুই আর আমি নতুন ভোটার হইমু এইবার ! সরকারি খরচে ভোটার আইডি কার্ড বানায় দিতাছে ! কিন্তু দোস্ত একটা প্রবলেম হইছে , ভোটার আইডি কার্ড এর জন্য যে ছবি উডাইছে ঐ ছবি দেখলে মাথা ঘুইরা পইরা যাবি



! কি ক্যামেরা দিয়া পিক উডাইল বুঝলাম্না , সবগুলারে দেখলে মনে হয় মাল খাইয়া পিক উডাইছে !




ও দোস্ত ভাল কথা মনে পরছে দোস্ত ফরিদপুর থেইকা আশার সময় ১ বোতল মাল আনিছ দোস্ত



, গতবার যেইটা আনছিলি ঐটা খাইয়া পিনিক আহে নাই দোস্ত !




২ নাম্বার ছিল মাল টা ।




এইবার আনার সময় বতলের গায়ে লেবেল দেইখা আনিছ দোস্ত ।


দোস্ত স্যার এ কইছে চিডি লিখতে তাই লিখলাম , আমি স্যাররে অনেক বুঝাইছি মোবাইল থাকতে চিডি কেন লিখুম ! স্যার কয় অফিস আদালতে কাগজে চিঠি লেখে । আমি কইলাম - স্যার আমি সুন্দরী পি এ রাখুম অফিসে




! স্যার পাত্তা দিলনা আমার কথায় । দোস্ত , তোর মোবাইল বিজি দেখায় কেন ? যখনি কল দেই বিজি !




ফেইসবুকে তোরে পাই না ! তোর পেইজে ১৫০০০ লাইক পরছে আর নতুন ৩ টা মাইয়ারে এডমিন বানায় দিছি দোস্ত ,




কভার পিক দেইখা পলাপাইন তো পুরাই অস্থির ! আর বেশি প্যাঁচাল পারুম না, তুই তাড়াতাড়ি চইলা আয় । মনে রাখিস ১৮ জানুয়ারি লাস্ট ডেট ভোটার আইডি কার্ড করার ।
ইতি তোর বন্ধু
আরিফ



সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০০