দিনের আরেক সুখবর - অবশেষে পদ্মা সেতু হচ্ছে .......
সেই সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টার কথা মনে পড়লো , যিনি বলেছিলেন , পদ্মা সেতুর সাথে আমার দুর্নীতির কোন প্রমাণ পেলে আমিও একবার কেন ১০০০ বার পদত্যাগ করবো ......
দেখা যাক তিনি কিভাবে ১০০০ বার পদত্যাগ করেন ....
এবার দেখা যাক বিভিন্ন মহলের প্রতিক্রিয়া -
প্রধানমন্ত্রী - হাফ ছেড়ে বাচলাম !! আনন্দে মুখ দিয়ে কথা হবে না
বিরোধীদলীয় নেত্রী - কানতে কানত
ে হাওয়া ভবনের নালা ভাসায়া দেওনের ইমো !!
এরশাদ - আমি বলেছিলাম বিশ্বব্যাংকের প্রধানের বউ রে জায়গা মত সিস্টেম দিলেই কাজ হইবো
মাল মুহিত - হে হে , ইউ নো চার কোটি টাকা আমার হাতের ধুলো (বুইঝা লন)
পাহারা আপু - আমি তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয় আসার ফলেই পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেবল স্থাপনের এক মাইল ফলক হলো
এইখানে কিছু না কই খালি ইমেজ সার্চের রেজাল্ট দেখেন , বাইরের মানুষ কনফু খাইয়া যাইবো
অনন্ত জলিল - ইউ পোম বিচ্চ ব্যাংক ? স্টাডিট ফ্রম পাশিয়া ব্যাংক
সুশীল মহল - এ অবদান খালি আমাদের ফেবুর স্ট্যাটাস গুলোর প্রাপ্য ....তাদের জ্বালাময়ী ভাষাই আজকে এই অবস্থায় আনতে সক্ষম হয়
ছাগুমহল - আজ আমাদের দুখের দিন ,একটা ইফেক্টিভ ইস্যু হারাইলাম, চলো অনলাইনে মুজ্রা দেখি , তখন ইউটিউব দেখার জন্য মন আনচান করবে ...
ছবি - ফেবু ও গুগল মামু
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫