Sobak Pakhi
সাহারা খাতুন হলেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী। খোদায় জানে কী হয়! ৪৮ ঘন্টা থেরাপি যদি ডাক ও টেলি যোগাযোগেও প্রয়োগ হয়, তাহলে ক্যামনে কী হইবো!!
Shoshi Himu
বাসে কিংবা পথেঘাটে চলাচলের সময় আপনার মোবাইল ফোনটি পকেটের সাথে তালা দিয়ে রাখবেন, যেন পকেটমার আপনার মোবাইল মেরে দিতে না পারে। আর মোবাইল হারিয়ে গেলে ৪৮ ঘন্টার মাঝে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রনালয়ে জানান। তারা ৪৮ ঘন্টার মাঝে ব্যাবস্থা নিবেন। আর হ্যাঁ, দেশের মোবাইল ছিনতাই পরিস্থিতি স্বাভাবিক আছে।
খবরঃ ডাক ও টেলি-যোগাযোগ মন্ত্রী হলেন সাহারা খাতুন।
Sakin Ul Alam Evan
বাংলার ইন্টারনেট প্রেমীদের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা...কারণ এখন টা পাহারার দায়িত্ব পেয়েছে এমন ই একজন যেখানে একটা স্টাটাস দিলেই তা আপডেট হইতে ৪৮ ঘণ্টা লাগবে....আর মেইল পৌঁছাইতে ১ বছর লাগবে...
ক্যামনে কি!!!
আল্লামা শয়তান
সাহারা এবার ইন্টারনেটে
তানহি খান তানহা
ওমা ! আমার স্ট্যাটাস দেয়ার সাথে সাথে দেখি হোমপেজে শো করলো ! আমিতো ভাবছিলাম ৪৮ ঘন্টা লাগবে ।
SportsCenter-BD
আশা আছিলো এই সরকারের আমলে 'ডিজিটাল বাংলাদেশ' দেখতে পাবো। কিন্তু কিছুক্ষণ আগে শুনলাম সাহারা খাতুনকে টেলিকমিউনিকেশন মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হইসে। এইটা দেইখা আমার আশায় গুড়েবালি পরলো।
আর তাহলে নিকট ভবিষ্যতে 'থ্রিজি ' পাওয়া হচ্ছেনা। :/
আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। :S
Piash Rahman
সাহারা খাতুনঃ বল, কি সমস্যা?
কর্মকর্তাঃ আপা, ইন্টারনেটের গতি খুবই স্লো, হাই-স্পিডি ইন্টারনেট প্রোভাইড করতে হবে গ্রাহকদের।
সাহারা খাতুনঃ সাবমেরিন ক্যাবেলে তালা লাগিয়ে দাও, তাহলেই ৪৮ ঘণ্টার মাঝে গতি বৃদ্ধি পাবে। তালা না লাগালে তো গতি চুরি হবেই। আমি এসে গেছি, আর সমস্যা নেই!!
Klanto Angkur Obishranto
আর শুনতো পাব না কোন মিছে আশার বানী।
জাতীয় আশাবাদি মহিলা,মহিয়সী নারী,কথার ফুলঝরি,বলিষ্টা নারী,মডেল রমনী,বিনা ঘরের ঘরনী,ইত্যাদি নানা প্রতিভার অধিকারী সাহারা মরুভূমি থেকে আগত সাহারা আন্টি আজ বদলি হইয়াছেন।(ইন্নালিল্লাহি............রাজিউন)।
এরকম শোকে মুহূর্তে আমার নেটের স্পিড কমিয়া গেছে,মোবাইল হ্যাং হইয়াছে,নেটওয়ার্ক ফেইল করিয়াছে।তাই আজ আমি শোকে শোকাহত।
চিন্তা করতেছি আজ আর কারো পোষ্টে লাইক কমেন্ট করবনা।কারন সাহারা আন্টি আগমন উপলক্ষে ইন্টারনেট স্পিড এতই কমিয়া গেছে যে,স্টাটাস আপলোড হইতে হইতে আমার তিনবার ভাত খাওয়া হইয়া যাইতেছে,
Kowshik Bhattacharya
বিকাল থেকে ঘন্টা তিনেক নেটে ঢুকতে পারি নাই। পরে শুনলাম এই সংক্রান্ত মন্ত্রনালয়ে যে বিশাল পরিবর্তন ঘটেছে তাতে এখন থেকে মাঝে মাঝে নেটে ঢুকতে পারলেই দেশবাসীর ধন্য হওয়া উচিত।
Tanvir Ahmed Klion
সাহারা খাতুনঃ সাবমেরিন ক্যাবেলে তালা লাগিয়ে দাও, তাহলেই ৪৮ ঘণ্টার মাঝে গতি বৃদ্ধি পাবে। তালা না লাগালে তো গতি চুরি হবেই। আর প্রেসকে বলে দাও ইন্টারনেট স্পিড আগের যেকোন সময়ের চেয়ে ভাল!!!
সাবধানতাঃ ডাইলগ টা কালকের পেপারের হেডলাইন হিসেবে আসলে কারও চোখ ট্যাঁরা যেন না হয়ে যায়।
"Kaysar Shamil
আই কান্ট ইমাজিন দ্যাট, ফোরটি এইট আওয়ার্স নাউ রাইডিং অন আই'সি'ইউ এডমিটেড টেলিকমিউনিকেশন সেক্টর।
যদি সাবমেরিন ক্যাবলে তালা মাইরা দেয় ষাহাডা আফু, তাইলে ব্লগামু ক্যামতে? "
Saiful Hasan Sifat
দেশমন্ত্রী সাহারা খাতুন এখন ডাক ও টেলিযোগাযোগে । শুইন্যা দুইটা মিষ্টি খাইলাম । আশা করি উনি চব্বিশ ঘন্টার মধ্যেই এ সেক্টরে সব সমস্যা সমাধান করতে কাজে নেমে পরবেন ।
Nipat Gordov
সাহারা খাতুন, আপনি দেখতে এরকম ক্যান? আর ইউ পম গানা
Sadman Sadek
কর্মব্যস্ত এক দিন শেষে খবর পেলাম সাহারা খাতুন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে কীপ্যাড 'লক' বা তালা দেওয়া আছে কিনা চেক করে নিলাম। জানি কদিন পরেইতো তিনি বাণী ফর্মাইবেন মোবাইল ফোন ছিনতাই বা চুরি এড়াতে নিজ নিজ মোবাইল তালা লাগান।
নিউজ ফীডের এপিয়ারেন্স অনুসারে তৈরি কৃত,
পোষ্ট আপডেট হতে থাকবে
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫