আগের পর্ব দেখতে চাইলে এখানে কোন ব্লগার কেমন করিয়া ইফতার করিবেন -১ আজকে দিলাম এর পরের পর্ব ,
মাঝে কয়দিন ব্লগে খুব একটা ছিলাম না তাই ২য় পর্ব দেয়া হয়ে আর উঠেনি সে যাই হোক যারা এসে বার বার আমাকে মনে মনে বকা দিয়ে গিয়েছেন তাদের নিকট আমি ক্ষমাপ্রার্থী .......
আজকের ইফতারীর পর্বে থাকছে কিছু চমক



কি সেই চমক গুলো আসুন দেখে নেয়া যাক ..........


**ছাগুদের ইফতারী - এই ব্লগের বিখ্যাত কয়েকজন এর নাম আর বলছি না কারণ তাদের নাম নিলে আমার সারাদিনে কষ্ট কর রোজা টা হালকা হবার সম্ভবনা কে উড়িয়ে দেয়া যায় না











***আপুদের ইফতারী - এই রিপোর্ট টার জন্য প্রতিবেদক আহত হলে তার সমস্ত দায় ভার সামুর ব্লগার দের এই মর্মে আপুদের এই গোপন ইফতারী নথি সবার সামনে পেশ করছি ,আপুরা ইফতারী তৈরি করতে গিয়ে বেগুনী আর আলুপুড়ির মিক্সচার এ লবন আছে নাকি তা ঠিক মত টেষ্ট করতে গিয়ে রোজা ........মানে নাই আর কি ,তারপর আর কি কেউ দেখলো নাকি এই জন্য রান্না ঘর থেকে এদিক সেদিন তাকাবেন না দেখলে তো সব ঠিক ঠাক ,আর কেউ দেখে ফেললে আবার ঝামেলা






****লুলদের ইফতারী - সামুর ইতিহাসে যে কয়জন বিখ্যাত লুল সম্রাট আছেন তাদের ইফতারী কেমন হয় সেটা নিশ্চয়ি অনেকেই জানতে চান ,তাই তাদের আগ্রহের পরিপ্রেক্ষিতেই আমার আজকেই এই বিষয় চয়ন ,সেই সাথে বিখ্যাত লুল মশাই জোবায়ের লুল কে এই অংশটুকু সম্পূর্ণ উৎসর্গ করে















ভালো থাকবেন সবাই

সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৯