ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে
স্বচ্ছ নোনা জলে ভিজে উঠে চোখ
বুকের বাম দিকে কেপে উঠা মানচিত্রে
তুমিও ছিলে আত্মার সাথে
এক নিমিষে নিভে গিয়ে প্রদীপ
জ্বেলে দিলো আলো আঁধারিতে
স্মৃতিতে অম্লান আপোষহীন কন্ঠস্বর
তুমি ছিলে মৌন মিছিলে অটুট বন্ধনে
তোমার পায়ে নস্যি সব
গায়ে লেপেছে যারা কালি
তোমাতে আমি দেশ দেখেছি
জ্বলজ্বলে স্বপ্নে
হৃদয়ের গহীনে জমা ভালোবাসা
হাতড়ে বুঝেছি তুমিই প্রকৃত বিপ্লবী
আজ তাই রক্তক্ষরণ হয় হৃদয়ে
তোমার এই মহাপ্রয়াণ
ছবিঃ দ্যা ডেইলি স্টার
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৬