হলগেটে দেখা হলো একদিন
মৃদুস্বরে বলেছিলে,
চলেন একদিন হাটি রমনা পার্কে
এত কাছে তবু দেখা হয়নি আজো
ইতিহাসের গা ছুয়ে বেড়িয়ে আসবো -
না হয় একটা সকাল ।
সমস্বরে হেসে বলেছিলাম,
কবে যাবে বলো ?
যেদিন শিশিরে ভেজা ঘাসে ধুয়ে যাবে পা,
তোমার আঁচলে সবুজ দূর্বা ঘোমটা দিবে,
কোলাহল থেকে নির্জনে একাকি সকাল-
ছুঁয়ে ফুটবে আলো রোদ ঝলমল
সেদিন চলো ঘুরে আসি
যাবো একদিন সময় করে
দেখা হয়নি কিছুই
চলুন একদিন বেড়িয়ে আসি শহর ছেড়ে
জঞ্জালে ভরা মিথ্যা কথার শহর ছেড়ে
যেখানে ক্রমাগত চুমু দিয়েছে অস্তিরতা
নাগরিক জীবনের অভিলাষ ছেড়ে
আলিঙ্গন করবে এক বিস্তীর্ণ সবুজ অরণ্য
সে বলে উঠলো, সুমুদ্র আমার প্রিয়
দেখেন না কত বিনয়ী
বলে উঠি, আমি পাহাড় প্রেমী
কঠিনের মাঝে যে ফুল ফুটেছে পাহাড়ে পাহাড়ে
তার স্নিগ্ধতায় আমাকে ডেকেছে বারবার
তক্ষকের ডাক ছুঁয়ে যাবে হৃৎপিণ্ড
অচেনা পাখি ডেকে যাবে অহর্নিশ
না হয় পাহাড়ে যাবো একদিন
তবুও পানি আমাকে টানে
একদিন যাবো তার সাথে
ধুয়ে আসবো শহুরে ক্লান্তি
ছুঁয়ে আসবো নোনা জল
সাগর লতা
বুকটা ভরে শ্বাস নিবো সেদিন
সেদিন আর হয়নি আমাদের
কোন এক ফাগুনে
রক্ত পলাশ মেহেদী তোমার হাতে
স্পর্শ করেছে অন্য কেউ
বিষাদ গেছে ছুঁয়ে
প্রতীক্ষার অবসানে।