তারকাটা
তুমি কান্না আটকাতে পারবে?
তুমি পারবে কি!
উড়ন্ত শালিকের পথ রুখে দিতে ?
তারকাটা
তুমি ভীষণ পরাধীন,
তোমার কাছে কোন ভাষা নেই,
তোমার কাছে প্রতিবাদের কোন আশা নেই,
রাইফেলের গুলিতে ঝাঁজরা করা বুকের পাজর
পাহারা দিয়ে চলেছে লক্ষ সেনা অবিরাম।
রক্তের অপেক্ষায় তুমি নিরব প্রতিক্ষণ।
তারকাটা
তুমি ভালোবাসা আটকে দিতে পারবে ?
তুমি পায়রার ডানা ঝাপটানো শব্দ -
প্রজাপতির ছোট পাখায় রঙিন মকমল
বাঙালির নাড়ি পোতা মাটির রঙ
ফাগুনের আগুন ঝরা পলাশ
বসন্তের জেগে উঠা শিমুল বন
ছড়িয়ে পড়া বকুলের সু-ঘ্রাণ ?
তোমার শক্তি থাকলে আটকে দিও বাতাস
সবুজ ধানক্ষেতের সোনালী ঢেউ
আটকে দিও শরতের মেঘ, বৃষ্টির জল।
জানি তোমার সে ক্ষমতা নেই ,
তোমার প্রভুরা জানে না !
আমরা অদম্য
আমরা অপ্রতিরোধ্য
তারকাটা আমাদের জন্য নয়
তারকাটা চাপিয়ে দেওয়া এক খড়গ
পৃথিবী আমার আমি এই পৃথিবীর সন্তান।
ছবিঃ অনলাইন
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২২ রাত ১২:৩০