যদি ফিরে আসি এই পথে
বছর তিনেক পর
যদি ফিরে আসি এইপথে
দেখা হবে ভাট ফুল দূর্বা বন
দেখা হবে সজনের ডালে শুভ্র মেঘ
সরিষা ফুলের পাঁপড়িতে মৌমাছির আনাগোনা
যদি ফিরে আসি কার্তিকে
নবান্নের দেশে মাথা উচু করে
দুলবে সোনালী ধানের শীষ
ঝরা পাতা মাড়িয়ে ছুটবে কৃষক
রাতের আধারে নেচে উঠবে জোনাকি
গেয়ে উঠবে গান হুতুম পেঁচা
যদি ফিরে আসি ফাল্গুনে
আগুন ঝরা শিমুল পলাশ মাড়িয়ে দু পায়ে
মটর ফুলে শিশির বিন্দু উকি দিবে সূর্য হয়ে
যদি ফিরে আসি কোন এক গ্রীষ্মে
প্রলয়ংকারী ঝড় উকি দিবে জানালায়
আম কাঁঠালের গন্ধে জেগে উঠবে সকাল
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২১ রাত ৯:২৭