বিজলীরা রোদ্দুর হতে পারে না,
কিংবা পারেনা ক্ষ্যান্ত বর্ষণ কাক ডাকা ভোর
নিভে যায় ল্যামপপোস্টের আধারে
শুকিয়ে যায় অশ্রু শক্ত বালিশে
পালাবদল হয় মাংস পিণ্ড কিংবা ক্ষমতায়
আমরা নিরব দর্শক ।
দেখে যায়, থুথু ছিটায়, খিস্তি দিয়ে পাশ কাটায়
মাঝে মাঝে উৎসুক মন বলে যায় তামাশা
ভাবিনি আমি।
আপনিও হইতো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছেন
কোলবালিশের আদরে নিজেকে গুটিয়ে
কাল সকালে নেশা ভরা চোখ নিয়ে ওরা যখন জেগে উঠে
নেমে আসে ঝুপড়ি থেকে রাস্তায়
মুখ শিটকিয়ে গালি দেন "মাগী"
হ্যা ওদের কথা বলছি, যারা সংগ্রাম করে বেচে থাকতে চায়।
রাতের পর রাত বাধা দিতে দিতে -
শকুনেরা একদিন খুবলে খায়।
তারপর....
অবশিষ্ট হাড়ের আর লজ্জা কিসের
যা ছিল রাতের আধারে হয়েছে বিলীন
এখন আর ভয় নেই, তবু ক্ষুধা আছে ঢের
দিনশেষে রাতে আবার হতে হবে বের।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬