৪। এই চুপ , দুষ্টামি করবে না
আগামীকাল ঈদ । আমরা সবাই খুব খুশি । শেষ মূহুর্তের গোছগাছ করছে সবাই । আমার পিচ্চি ভাইটাকেও (কাজিন) শিখিয়ে পড়িয়ে নেয়া হচ্ছে । আমাদের মসজিদের বাহিরে ঈদগাহে সবার সাথে সে ও যাবে । ঈদগাহে গিয়ে কথা বলা যাবে না , চুপচাপ থাকতে হবে , দুষ্টুমি করা যাবেনা ইত্যাদি ইত্যাদি সে খুব ভালোভাবেই পা নাড়াতে নাড়াতে মন দিয়ে শুনেছে । এবং বিজ্ঞের মত মাথা ঝাকিয়ে সব ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছে বলে সম্মতি দিয়েছে

সকালে গোছল-টোসল শেষ করে সবাই ঈদগাহে গেছি । পিচ্চির সাথে চিমটা –চিমটি করতে করতে হুজুরের ভাষন শুনলাম । হুজুর আবার খুব সময় সচেতন

“হে হে হে , আব্বু আব্বু দেখ হুজুরে নামাজের মধ্যে কথা বলে । ”
আমরা তো লাজওয়াব ! ছোটরা অল্পবিস্তর হাসা শুরু করেছি তা দেখে পাকনাটা বলে , “এই চুপ । ঈদাহে দুষ্টামি করবে না ! ”
৫। আমরা না দাওয়াতে আসছি
আমার পিচ্চি ভাইটার সাথে এক দাওয়াতে গেছিলাম । যাওয়ার পর পরই শরবত আর হালকা নাস্তা খেতে দিল ওরা । পিচ্চিটা জোরে জোরে আমাকে জিজ্ঞেস করে , “সিফাত ভাইয়া আমরা না দাওয়াত খাইতে আসছি তাইলে তাইলে তারা পোলাও দেয় নাই কেন ? আমরা তো বাসা থেকেই নাস্তা করে আসছি


আমি আর কি বলব চুপ করে মুচকি হাসতাছি । পরে ওরা পিচ্চির কাছে ইজ্জত হানীর আগেই তাড়াতাড়ি করে আমাদের ডাইনিংইয়ে নিয়ে গেল । পোলাও আর কাবাব দিল । পিচ্চি ওর আম্মুরে কয় , “ আম্মু ওরা আমাদের ডিম দিচ্ছে না কেন ? আমরা কি শুধু কাবাব দিয়ে খেতে পারি

বিভিন্ন অনুষ্ঠানে গেলে তার কমন কিছু প্রশ্ন , আমাদের মিষ্টি দেয় নাই কেন ? দধি দিছে কিন্তু স্প্রাইট দেয় নাই কেন । তুমি না বাসায় থেকে একবার খেয়ে আসছ আবার খাও কেন ? খাসীর মাংস কোথায় ? ব্লা ব্লা ব্লা ।
খুব মনে হচ্ছে বাপরে বাপ খাওয়া নিয়ে এত খোঁজখবর করে পিচ্চি নিশ্চই সেইরাম খায় । আসলে সব কিছু নিয়া মাখাইয়া কয়েক লোকমা খেয়ে বলে , “ আমরা না বাসা থেকে খেয়ে আসছি । আর খাব না । আম্মু তুমি রাগ করিওনা

আর ওর আম্মু ওর দিকে কটমট করে চেয়ে থাকে । বলে “আগামীবার একেবারে দুই দিন না খাইয়ে তারপর কোন দাওয়াতে নিয়ে যাব । ”
৬। আংকেল আংকেল

তখন আমার দাঁড়ি গোফ আস্তে আস্তে ঘন হওয়া শুরু করেছে । সেভ করা শুরু করিনি । আমার জন্য শার্ট কিনব , আপুকে নিয়ে মার্কেটে গেছি । ওখানে এক মুটো আন্টি তার পিচ্চি দুষ্ট বাবু আর মিষ্টি মেয়েকে নিয়ে কেনাকাটা করছে । আমরাও ঐ দোকানে গিয়ে শার্ট দেখছি । এর সাথে সাথে আমি দুষ্টটার সাথে দুষ্টামি আর মিষ্টিটার সাথে ভাব জমাচ্ছিলাম :!> । এটা সেটা জিজ্ঞেস করছিলাম ।
অনেকক্ষন দেখাদেখির পর আপুর একটা শাটঁ পছন্দ হইছে তাই আমারে ডাকল , সিফাত দেখ তো এ শার্ট টা পছন্দ হয় কিনা । আমি চেয়ারে বসলাম । আপুরে বললাম তোমার পছন্দ হইলেই হল আমি আর কি দেখব তোমার পছন্দই তো অনেক ভালো (পাম দিলাম আর কি যাতে ভালা কইরা নাস্তা করায়

পিচ্চিটা আমারে ধাক্কা দিয়া বলে আমি আংকেলের শার্ট দেখব , আমি আংকেলের শার্ট দেখব । আমি তো বেকুব হয়া গেলাম কিরে আমারে আংকেল কয় ক্যান ? আমারে মহা বেকুব বানায়া দিয়া পিচ্চির বইনটা কয়া উঠল আংকেল এটা নিয়ে নাও সুন্দর আছে । তোমাকে দারুণ মানাবে

এ এক বাক্যেরই শক্ত আঘাতেই আমার হৃদয় ভেঙ্গে খান খান হয়া গেল




ফিরে দেখাঃ ছোট ছোট কথামালা (১) বেইজ্জতি কান্ড