উক্তির প্রতি ভক্তি আমার সেই ছোটকাল থেকেই। এতদিন ভিনদেশী বহু লোকের অনেক উক্তি শুনেছি। মাঝে মাঝে টুকে রেখেছি। কিন্তু গত কয়েকদিনে দেখলাম আমাদের এই দেশের রথি-মহারথিরাও কম যান না।
কিছুদিন আগে বাণিজ্যমন্ত্রীর কম খাওয়ার উপদেশ হজম করতে না করতে আবার শুনলাম সড়ক দুর্ঘটনার জন্য চালকেরা দায়ী নন বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী। এর জন্য নাকি যোগাযোগ মন্ত্রণালয়ও দায়ী নয়।
বানী বলেন আর প্রলাপ বলেন, তাদের এই সমস্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা থেকে আমাদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে এবং সর্বোপরি ব্যাপক বিনোদন লাভ করার আছে। আসেন শুনি এদের আরও কিছু প্রলাপ/বানী-
১।
“আমি হয়তো আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন”
- শেখ হাসিনা (২২/০৭/২০১১)
২।
“আমিই গণতন্ত্র ফিরিয়ে এনেছি”
- হুসেইন মোহাম্মদ এরশাদ (১০/১০/২০১০)
৩।
“চোরাচালান রোধে ইউরিয়া সারের দাম বাড়ানো হয়েছে”
- মতিয়া চৌধুরী (০২/০৬/২০১১)
৪।
“মন্ত্রীরা বেশি কথা বলেন। অশোভন ও অশ্লীল কথা বলেন”
- মওদুদ আহমেদ (২৬/০৫/২০১০)
৫।
“ভারতের সাথে বন্ধুত্ব নিয়ে প্রশ্নকারীরা স্বাধীনতা বিরোধী”
- শাজাহান খান (০২/০৯/২০১০)
৬।
“পাসের রেকর্ড প্রমাণ করেছে শিক্ষার মান বেড়েছে”
- নুরুল ইসলাম নাহিদ (১৬/০৫/২০১০)
৭।
“ক্রসফায়ার বন্ধ হওয়ায় পুলিশকে অসহায়ভাবে জীবন দিতে হচ্ছে”
- শামসুল হক টুকু (২২/০৭/২০১০)
৮।
“এটি একটা বিচ্ছিন্ন ঘটনা এমনটি ঘটতেই পারে, এটা কোন ব্যাপার না”
- সাহারা খাতুন (প্রসঙ্গঃ ঢাবি ছাত্র আবু বকর নিহত)
৯।
“র্যাবের গুলিতে পঙ্গু লিমনের বিষয়ে সরকারের কিছুই করার নেই”
- সাহারা খাতুন (২৯/০৪/২০১১)
১০।
ছাত্রলীগ-যুবলীগ আওয়ামী লীগের কেঊ না। তাদের হরতাল বিরোধী কাজের দায় নেবে না আওয়ামী লীগ
- সৈয়দ আশরাফুল ইসলাম (২৮/০৬/২০১০)
এবার একটা কৌতুক বলি।
তিনজন ডাক্তার কৃত্তিম অঙ্গ বা প্রোসথেসিস নিয়ে আলাপ করছিল । একজন আমেরিকান, একজন জার্মান আর একজন বাংলাদেশী ।
আমেরিকানটা বললো আমাদের দেশে একটা মেয়ে পা ছাড়া জন্ম নিয়েছিল । তো আমরা ওকে প্রোসথেটিক পা লাগিয়ে দিলাম, সে এখন ম্যারাথনে দৌড়াতে পারে ।
জার্মানটা বলল আমাদের দেশে একটা ছেলে হাত ছাড়া জন্ম নিয়েছিল, আমরা তাকে নকল হাত বানিয়ে দিলাম, সে এখন একজন মস্ত বড় শিল্পী । তার আঁকা ছবি নানান গ্যালারিতে শোভা পায় ।
বাংলাদেশী ডাক্তারটা ব্যাপারস্যাপার শুনে ঘাবড়ে গিয়ে ছিল । মাথা চুলকে সে বলল 'আমাদের দেশে দুটো মেয়ে ঘিলু ছাড়াই জন্ম নিয়েছিল । আমরা তাদের "কোন প্রোসথেসিস" ছাড়াই পরপর প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছি !!! কারন আমাদের দেশের আবহাওয়ায় ঘিলু ব্যাবহার না করলেও মোটামুটি চলে যায় ।'
আসলে শুধু এই দুটা মেয়েই না, এই দেশে আরও অনেকেই জন্মেছে ঘিলু ছাড়া। দুঃখের বিষয় এদের হাতেই আজকে দেশের নেতৃত্ব। এদের ব্যর্থতার মূল্য দিতে হয় আমাদের জীবন দিয়ে।
শেষ করব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকখানা বানী দিয়ে-
“ট্র্যাফিক জ্যামের মতো কথার জালেও আটকে আছি আমরা”
আশা করি এই জাল থেকে বেরিয়ে আসবেন আমাদের মন্ত্রীরা। পাশাপাশি মনে রাখবেন সেই ছোটবেলায় পড়া লাইনটা-
"...কথায় না বড় হয়ে কাজে বড় হবে"
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:১৬