১।
কুমিল্লার মুরাদনগরে আম চুরির অভিযোগে সোহেল নামের ১০ বছরের এক শিশুকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তবে সোহেলের বাবা-মা বলেছেন, তাদের ছেলেকে খুঁটির সাথে বেঁধে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে।
সোহেলের বাবা বলেন, দোকান থেকে আম চুরির অভিযোগে রাত ১২ টার দিকে সোহেলকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়। পরে বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যা করে। সকালে সোহেলের মাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছেলের লাশ তার কাঁধে তুলে দেয়।
২।
বাঁ চোখ ফোলা মেয়েটির, কালচে হয়ে গেছে চারপাশটা। ১১ বছরের ছোট্ট শরীরে সহ্য করতে হয়েছে অনেক নির্যাতন। বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। হাতে পায়ে সহ্য করতে হয়েছে গরম খুন্তির ছেঁকা। এই সপ্তাহের পত্রিকায় এসেছে ওর গল্প। কিছুদিন আগে সাতক্ষীরার ১২টি সংগঠন প্রতিবাদ করেছে ওর হয়ে।
ভাবছেন মেয়েটির নাম কি? কি দরকার নাম জানার? ও কি খুব অচেনা আপনার কাছে?
লেখাগুলো পড়ে আপনি হয়ত ভাবছেন, এগুলা আর নতুন কি? কিছুদিন আগেও তো গনপিটুনিতে ছয় ছাত্রের মৃত্যুর খবর পড়লাম। ঘরের কাজের মেয়ের উপর নির্যাতন- এসব ঘটনা এই দেশে প্রতিদিন ঘটে।
আমি নিজেও আজ সকাল বেলা এটাই ভাবছিলাম। তারপর এমন ভাবনার কারনে নিজেই লজ্জিত হলাম।
বাজারে দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি, খাদ্যপণ্য নিয়ে নাটক মনে করিয়ে দিল কিছুদিন পর আসবে রমজান।
শুনেছি রমজান নাকি সংযমের মাস। ত্যাগের মাস। পবিত্র এই মাসটাকে সামনে রেখে আমরা কি কেবল আমাদের মনুষ্যত্বটাকেই ত্যাগ করলাম?
--------------------------
প্রথম লেখা প্রকাশের পাঁচ দিনের মাথায় জেনারেল হয়ে গেলাম। মডারেটরদের ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১১ রাত ১০:৪০