কেমন আছেন সবাই। আশা করি ভাল। অনেকদিন আপনাদের মাঝে নেই। অনেকিদন পর বাস নিয়ে আবার লেখার একটা বিষয় পেয়েছি। সব ঘটনাইতো মনে দাগ কাটে না।
অফিসের কাজে গতকাল সকাল ০৮.০০ টায় বাসা থেকে বের হলাম উদ্দেশ্য বাড্ডা। মিরপুর ১ নাম্বার থেকে বেঙ্গল মটরস ধরে রওনা দিলাম। একটা কথা বলে ইদানিং আমার বাস ভাগ্য খুব একটা খারাপ যাচ্ছে না। ষ্ট্যান্ডে আসলে খালি বাস পাচ্ছি, ভাল সিটও পাচ্ছি আর আশে পাশে সুন্দুরী মেয়েরাতো আছেই।
মূল ঘটনায় আসি...। বাস মিরপুর ২ নাম্বার ষ্ট্যান্ডে আসলে একটি মেয়ে গাড়ীতে উঠে আমার পিছেনর সিটে বসে আবার ঠিক ১ মিনিটের মধ্যে আমার পাশে সিটে এসে বসে পড়লো। মেয়েটা যথেষ্ট স্মার্ট, সুন্দরী এবং শিক্ষিত।
স্বভাবত আমার মধ্যে এক রকমের ভাল লাগা কাজ করতে ছিল। সুন্দরী মেয়ে পাশে বসলে যা হয় আর কি। শেওড়া পাড়া পার হওয়ার পর হঠাৎ আমি আবিষ্কার করলাম আমার কাধে কোন কিছু এসে পড়লো। ঘাড়টা ঘুরিয়ে যা দেখলাম তা নিজেই বিশ্বাস করেত পারলাম না। মেয়েটা আমার কাধে মাথা রেখে খুব আরামে ঘুমিয়ে আছে। তার এমন শিশুর মতো ঘুম ভাঙ্ঙ্গতে ইচ্ছে করল না। বাস ভর্তি লোক, আমিতো ঘেমে একাকার ।
কিছু বলারও সাহস পাচ্ছি না। ইভটিজিং এর ভয় একটু কাজ করতেছিল মনে। প্রায় ১ ঘন্টা পর গাড়ী যখন তিতুমীর কলেজের কাছাকাছি আসে তখন ঘুম থেকে উনি জাগলেন। দাড়িয়ে দেখলেন মহিলা সিট খালি আছে।
ভাবলাম মহিলা সিটে চলে যাবেন, কিন্তু না মহিলা সিট খালি থাকা সত্তেও তিনি আমাকে অবাক করে দিয়ে আবার আমার পাশে বসে কথা বলা শুরু করলেন .................
কথপোকথন..........
মেয়েটি : সরি........।
আমি : কেন বলুনতো?
মেয়েটি : আমি আপনাকে অনেক বিরক্ত করলাম। আসলে আমার অনেক ঘুম পাচ্ছিল।
আমি : না........... না .... ইটস ওকে। আমিও মাঝে মাঝে ঘুমাই।
তারপর গুলশান আসার পর মেয়েটি নেমে গেল...........। আমি তেমন কিছু মনে করলাম না। কিন্তু বিকেলে অফিস শেষ হওয়ার যখন বাসায় যাব কেন যানি বার বার মেয়েটির কথা মনে পড়তে লাগলো। আজকে আবার সেই একই সময়ে বের হয়ে মনের আজান্তেই মেয়েটিকে খুজতে লাগলাম। ভাবলাম আজকে হয়তো আবার উঠবে। কিন্তু আর দেখা না পেয়ে ব্যর্থ মনে অফিসে এসে পড়লাম। কিন্তু খুব মনে হচ্ছে । হয়তো এভাবে খুজবো অনেকদিন, জানি আর দেখা হবে কিনা?