বাব কাকে বলে ?
উত্তর/ যিনি জন্ম দেন তাকে বাবা বলে ।
প্রশ্নকর্তা : অলটারনেটিভ বাবা ?
উত্তরদাতা : যিনি জন্ম না নিয়েই মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে ব্যাবসা করেন তাকে বাবা বলেন ।
প্রশ্নকর্তা : অলটারনেটিভ বাবার অরজিন/উৎপত্তি স্থল ?
উত্তরদাতা : অরজিন নর উৎপত্তি শুধুমাত্র বাংলাদেশ ।
প্রশ্নকর্তা : অলটারনেটিভ বাবার প্রকার ?
উত্তরদাতা : ওয়েল, বাবার প্রকার ও ধরন অসংখ্য
নিচে সংক্ষেপে তরযমা করা হল___
লোহা বাবা : [ বৈজ্ঞানিক নাম আয়রন বাবা] স্বপ্নে প্রাপ্ত লোহা দিয়ে পিডাইয়া চিকিৎসা করান ।
ময়লা বাব : [ বৈজ্ঞানিক নাম ডার্টি বাব ] অপিরচ্ছন্নতাই তাকে বাবা খ্যাতি দিয়েছেন ।
বাঘ বাবা : [ বৈজ্ঞানিক নাম টাইগার বাব ] ক্রাউন কোম্পানির শক্তিবর্ধক পানীয় দিয়ে তিনি রোগের চিকিৎসা করান ।
ল্যাংটা বাবা : [ বৈজ্ঞানিক নাম নুড বাবা ] বাবার আধ্যাত্মিকতার ঠেলায় শরীরে কাপড় রাখতে পারেন না ।
মদ বাবা : [ বৈজ্ঞানিক নাম এ্যালকোহল বাবা ] তিনি মদ খেয়ে সৃষ্টিকর্তার ধ্যানে পড়ে থাকেন ।
সঙ্গীত বাবা : [ বৈজ্ঞানিক নাম মিউজিক বাবা ] মিউজিকাল ইন্সটিট্রুমেন্ট বাজিয়ে তিনি রোগের চিকিৎসা করান ।
অসম্ভব বাবা : [ বৈজ্ঞানিক নাম ক্যান্সার বাবা] বিশ্বব্যাপি খ্যাতিমান ডাক্তাররা যে রোগের চিকিৎসা করতে অপারগ সেই অসম্ভব কে সম্ভব করেছেন আমাদের এই সোনার চান বাবা । মেডেল দেন কেরে....
শিশু বাবা : [ বৈজ্ঞানিক নাম চিলড্রেন বাবা ] তিনি তো জন্মের পরেই বাবা বনে গেছেন । বাবার রহমতের পানি খান
দেওয়ানা বাব : [ বৈজ্ঞানিক নাম লাভার বাবা ] তার প্রেম এতই দেওয়ানা যে নাম রাখছেন দেওয়ানবাগী । আর তার স্ত্রী বলে দাবী করেন সর্বশ্রেষ্ট মহামানবের মেয়েকে ।
উত্তরদাতা : আর বলবো স্যার ? এই যে স্যার আপনি ঘুমাচ্ছেন ? ও মোর খোদা স্যার দেখি কথা কয় না । ওয় কও কি মনু । স্যার দেখি উত্তর হুইন্না কহন মাথা মোচড় দিয়া পইড়া গেছে । কে কম্বে গেছ আহ দেহি_______ডাক্তারের দ্বারে লইয়্যা যাইতে অইবো ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৯