১) আমি গোল্ডেন পাইনি, আমার জীবন শেষ। কি হবে আর জীবন দিয়ে?
২) আমি বুয়েটে চান্স পাইনি। আমি আর কি করবো? বেঁচে থেকে আমি আর করবোটা কি?
৩) আমি প্রেমে ব্যর্থ, আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে?
৪) আমি পরীক্ষায় নিয়মিত ডাব্বা পাই, আমার কি কোনো ভবিষ্যত আছে?
এই প্রশ্নগুলোর সম্মুখীন মোটামুটি প্রায়ই হই আমরা। হতাশা, চরম হতাশায় মাঝে মাঝে আত্মহত্যার পথ ও বেঁছে নেই কেউ কেউ। সুস্থ, সবল একটা মানুষও নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে হয়ে যায় কাপুরুষ। এই ভিডিওটা দেখুন, শুধু মাত্র মিনিট সাতেক সময় কেড়ে নেবে আপনার জীবন থেকে, কিন্তু আপনাকে দিতে পারে একটা নতুন জীবন, যে জীবনে আপনি বেঁচে থাকতে চান । যে জীবনে আপনি বলতে পারবেন – “I love living life. I am happy!”
নিক ভুইজিচ (Nick Vuijicic), জন্ম থেকেই তার বাহু ও পা নেই। স্বাভাবিকভাবেই তার বেড়ে উঠার কথা ছিলো একজন শারীরিক প্রতিবন্ধী হিসেবে। কিন্তু না, আর দশটা মানুষের মতো প্রতিবন্ধী নামের এই শারীরিক ব্যাপারটা তাকে কোনোভাবেই আটকে রাখতে পারেনি। সে সাতার কাটতে ভালোবাসে, সে গলফ খেলতে ভালোবাসে, সে মাছ ধরতে ভালোবাসে, সে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে ভালোবাসে। আর ভালোবাসে মানুষকে স্বপ্ন দেখাতে। সেই স্বপ্ন, যা কিনা ভেঙ্গে পরা মানুষকে আশা দেয়। একটা অনুরোধ করবো, যেই দেখছেন ভিডিওটা, শুধু দেখবেনই না। বারবার দেখবেন, প্রতিটা কথা মন দিয়ে শুনবেন, এমনভাবে শুনবেন যেনো নিজেই নিজেকে বলছেন। আপনার জীবনকে পালটে দিতে পারে এই মাত্র ৭ মিনিটের একটি ভিডিও।
I Love Living Life. I Am Happy.