আমাকে বলা হয়েছে;
আপনি নতুন ব্লগার
সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম।



আবার আরেক জায়গায় বলা হয়েছে;
(আমি) ব্লগ লিখেছেন: ১ সপ্তাহ ৩ দিন
আমার হিসেবে ১ সপ্তাহ=৭দিন।

ডিয়ার মডু, আপনাদের হিসাবে ১ সপ্তাহ=কত দিন?

লেখা জমাইতে জমাইতে লেখা পোষ্টের ইচ্ছে ক্যান্সার রোগীর মত হয়ে যাচ্ছে। কিছুদিনপর কেমো দিয়েও লাভ হবে বলে মনে হচ্ছে না।
এই ব্যাপারটায় অবশ্য তাদের কিছু আসে যায় না, কিন্তু আমার আসে যায়। যে ইচ্ছে নিয়ে সামুতে নিক খুলেছিলাম, তার কোন কিছুই আত অবশিষ্ট থাকছে না।
নিত্য দুঃখ পাইতেসি।





