"আত্মকথন"
আজকের রাত্রিটা বড়ই অদ্ভুত
একটু এলোমেলো বাতাস
ঝিরিঝিরি বৃষ্টি,সেইসাথে
মেঘের কোল থেকে,চাঁদের উঁকি দেয়া
অপরিপক্ক জোছনা,
কোথাও যেন প্রান নেই
কেমন যেন একটা জড়সড় ভাব
এমনই এক রাতে একা বসে আমি
আমিও যেন নিষ্প্রাণ,স্থবির
যেন হঠাৎ জমে যাওয়া এক বরফখণ্ড
তবু,মনে উষ্মতা দিয়ে
অনুভব করছি প্রকৃতির অস্থিরতা
নিস্প্রান অসার দেহে
এই সামান্য উষ্মতার ফল,
হয়তো একসময় উচ্ছল হব
বরফ গলে হব স্রোতস্বিনী নদী
ভুলে যাব এই দিনটির কথা
আসলে তাই কি হয়
যতোই স্রোত আসুক
যতোই ভুলতে চাইব এই দিনটিকে
তবু আমি ভুলতে অপারগ,
কারন এমনি এক বিষণ্ণ দিনেই যে
হারিয়েছিলাম তোমায়,আমার তুমিকে।।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১৩