ওরা বেরিয়ে আসে বিভিন্ন কামরা থেকে
হয়তবা রাস্তার আনাচ-কানাচ থেকে
কেউবা রেলওয়ে,ফেরিঘাটে
কেউবা বড় কোন হোটেল এর কামরা থেকে
হাতে থাকে একতারা নোটের বাণ্ডিল
কারওবা দুইএকটা নোট
চেহারায় বিষণ্ণতা,ক্লান্তি
মুখে নেই কোন হাসি
নেই চোখে সুখের ঝিলিক
শুধু,নোটগুলোর দিকে চেয়ে ফেলে দীর্ঘশ্বাস
হতাশায় উঠানামা করে বুক
কারও কারও ফেলে আশা কষ্ট ফিরে আসে
তবু ওরা ভাবে,ওরা সুখী
ওরা ভাবে এটাই নিয়তি
ভেবে হাসিমুখে ঘরে ফেরে
পরদিন একই ঘটনার পুনরাবৃত্তি
হয়তো ওরাই ছিল কারও মা,বোন,স্ত্রী
নিয়তির পরিহাসে আজ ওরা অসতী
সমাজ এভাবেই ওদের দূরে ঠেলে দিয়েছে
আর দূর থেকে শুধু হাততালি দেয়
কিন্তু,সমাজের এই মানুষরূপী পশুরাই
যারা ওদের অচ্ছুৎ বলে
তারাই ওদের কারিগর
ধিক্কার ওদের প্রতি নয় যারা অন্ধকারবাসিনি
ধিক্কার এই সমাজ ও মানুষরূপী পশুদের