আমায় তোমার হাত ধরতে দিও, একটু দিও চুলের ডগা ছুঁতে,
দুষ্টুমিতে আঙুল ডগায় খানিক, অভিমানের মেঘ ভাঙ্গাতে দিও।
আমায় তুমি নাকের নোলক করো, কাঁপতে দিও নিঃশ্বাসে নিঃশ্বাসে
একজীবনের বিশ্বাসে, আশ্বাসে, আমায় অমন সঙ্গী করেই রেখ।
আমায় তোমার ছায়ার ভেতর রেখ, আমায় রেখ অন্ধকারেও ঘোর
রোদের ভেতর তোমার শরীর ছুঁয়ে, বর্ষা জলের প্রার্থনাতেও ডেক।
আমায় ডেক প্রণয় গভীর রাতে, আমায় ডেক তেষ্টা শরীর নিয়ে
বিরুদ্ধতার ভীষণ বিরোধ ভেঙে, আমায় পিও সবটুকু নিঃশেষে।
আমায় তোমার আঁচল জুড়ে রেখ, গন্ধে মেখ আমার বুকের ঘ্রাণ
ক্লান্ত দিনের ঋণের হিসেব শেষে, আমায় দিও তোমার সকল গান।
আমায় তোমার পথের ধুলোও ভেবো, যে তোমাকে অমন করে ছুলো
আমার ছোঁয়া মুছবে বলে সেদিন, ভীষণ স্নানে সবটা আমায় ভুলো।
-
অচ্ছ্যুৎ/ সাদাত
২৩.০৫.২০১৫