বিয়োগ
আমাদের পথ কি তবে বেকে গেছে?
ক্ষীণ হয়ে গেছে সব আলো?
নাকি নিভেই গেছে? সেই নক্ষত্রের মতো-
যে নক্ষত্রটা আলো দিতে দিতে নিভে গেছে,
এই পাতা ঝড়া শীতের শেষে,
বসন্ত আসার কয়েকটা দিন আগে;
অথচ এই বসন্তে-
আমাদের একসাথে চলার কথা ছিলো,
সেদিকে, যেদিকে আমাদের ভবিষ্যত।
সেই নক্ষত্র আমাদের পথ দেখাতো।
কিন্তু, সেটাই যে নিভে গেছে,
তবে কি তুমি চাওনি... বাকিটুকু পড়ুন
