স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন, ''জলবায়ু বিপর্যয় রোধে উপকুলে গাছ লাগান"--------জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শ্লোগান নিয়ে ভ্রমন বাংলাদেশের ব্যানারে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত সাগর সৈকত ধরে ১২০ কিলোমোটার পথ হাটি আমরা তিন দিনে । তারই কিছু ফটো নিয়েই আমার ধারাবাহিক,,,,,,, "স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন"
দূর্গম এলাকায় একটা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র
সাগরের কোন কোন এলকা এমন পাথর সংকুল
সাগর কন্যা
সাগরের বালি ছেকে ওরা ঝিনুক কুড়ায়,
কুড়ানো ঝিনুক হাতে ঝিনুকের মতো ই সুন্দর হাসি
শেষ বিকেলে সৈকতের সৌন্দর্য্য বাড়িয়ে দিল যারা
এক সময় পৌছে গেলাম ইনানী বীচে, যেখানে যাপন করবো আমরা আমাদের ভ্রমনের ২য় রাত ।
ইনানী বীচের নারকেল বাগানে বালির উপর আমাদের রাতে থাকার জন্য তাবু খাটানো হচ্ছে
নীচে গনগণে কয়লার আগুন আর উপরে ষ্টিলের নেট, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো

এবার বুঝেছেন ব্যপারখানা কী

ভোরে জেলেদের কাছ থেকে ৩০০ টাকায় কেনে লবষ্টারটা ও .........
পরদিন ভোরে তোলা আমাদের ক্যাম্পের ছবি
পাশে একটা গোলাপ বাগানে........
[img|]
চলবে..............
স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ১ Click This Link
স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ২ Click This Link
স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ৩ Click This Link
স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ৪ Click This Link
স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ৫ Click This Link
স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ৬ Click This Link